আমার চোখে "চাঁদের পাহাড়"
প্রতিবারের মতো এবারো বইমেলায় গিয়ে বেশ কিছু বই কেনা হয়েছে। সবগুলো এখনও পরে শেষ করে উঠতে পারিনি। তবে যে গুলো এখন পর্যন্ত পড়া হয়েছে তার মধ্যে সবচাইতে ভাল লেগেছে বিভূতিভূষণের “ চাঁদের পাহাড়”, অসাধারণ একটা বই। এই বইটা হয়ত অনেকেই অনেক আগেই পরে ফেলেছেন, তবে আমার এবারই পড়া... বাকিটুকু পড়ুন
