
সৈকতে হাটতে হাটতে তীরের কাছে পানিতে কালো রঙের ময়লার মত কি যেন ভাসতে দেখলাম। কাছে গিয়ে দেখলাম ওগুলো ময়লা না, ছোট ছোট অনেক অনেক মাছের ঝাক। পরে জেনেছি, বড় মাছগুলোর তাড়া খেয়ে ছোট ছোট মাছগুলো গভীর সমুদ্র থেকে ঝাক বেধে তীরের কাছে চলে আসে। অবশ্য তীরের কাছেও ওরা নিরাপদ নয়...

কারণ তখন মাছগুলোকে খুব সহযেই বড়শিতে কিছু না গেথেই ধরা যায়। অনেক সময় মিনিটে ৪-৫ টা মাছও উঠে। এই ছোট মাছগুলোকে পরে বড়শিতে গেথে আরও বড় মাছ ধরার জন্য টোপ হিসেবে ব্যবহার করা হয়।

আইল্যান্ডে আমার অনেক ছোট্ট বন্ধু আছে, এদের কেউ কেউ খুব সহযেই মিশতে পারে।

আবার কেউ কেউ ভয়ে পালায়

এখানে আসার পরে সবার আগে আনুসের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। আনুসকে অনেকবার জিগেস করার পরও ও বলতে পারেনি ওর ভাইবোনের সংখ্যা কত




কখনও কখনও পিচ্চিদের ফুটবল খেলা দেখি, আর সুযোগ পেলেই বলে কষে একটা মারি


আইল্যান্ডে ফুটবল অনেক জনপ্রিয়। শুনেছি, ইধাফুশী থেকেই তিনজন প্লেয়ার মালদ্বীপের জাতীয় দলে খেলে, এমনকি তারা বাংলাদেশে অনুষ্ঠিত সাফ ফুটবলেও অংশগ্রহন করেছিল।

ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ এই গোপন বৈঠকখানা আবিষ্কার করি

বিশ্রাম নেয়ার জন্য যথার্থ স্থানই বটে

তবে রোদে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়ার জন্য আমার প্রিয় জায়গা হল, শীতাতপ নিয়ন্ত্রিত দোকান গুলো


দোকানে ঠান্ডা পানীয় খেতে খেতে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে


ঈদানীং কয়েকটা দোকানে আমও পাওয়া যাচ্ছে। তবে দাম একটু বেশী। প্রতি কেজি আমের দাম আশি রুফিয়া ( ১রুফিয়া=৫.৪টাকা)

দোকান গুলোতে হাজারো বিদেশী পণ্যের ভিড়ে একটি খাটি দেশী পণ্য দেখে টাশকি খাইছিলাম

আজ এ পর্যন্তই