বারুদ ভিজে গেলে
ভিজে গেলে বারুদ, যেকোনো জেনারেল মনে মনে কাঁদে।
আমি কাঁদি তুমি নিরুদ্দেশ হলে, পাখি;
যুদ্ধের মাঠে আমি সন্নাসী এক; বন্দুকে বেঁধে রাখি সন্ধির রাখি।
গর্ভবতী
মাঝে মাঝে পাথরকেও ঘামতে দেখি, অজানা জ্বরে!
নক্ষত্রকে দেখি একটু বেশি কাত হয়ে আছে
অস্ট্রেলিয়াগামী মেঘ, কি হবে গর্ভবতী থেকে, এখানেই তবে বর্ষিত হও।
বানান ভুল
জ্বরের ঘোরে বলেছি ‘ভালবাসি’ ;
জীবনের ঘোরে বলব না?
চলে যাচ্ছে দিন…লাফাতে লাফাতে.. যেন তরুণী হরিণ…সুন্দরবনে
এবং আমার মনে।
ক্ষতি নেই তুমি পষ্ট করে ভালবাসা না জানালেও
মূর্খপ্রেমিক।ভালবাসা জানাই ভুল বানানেও।
নাচের পুরস্কার
ছড়ানো কাচের টুকরা মায়াবী ঠোঁট মেলে পড়ে আছে ফ্লোরে;
তুমি যাচ্ছ নেচে নেচে নেচে
এত রক্ত?
সেতো যে কোন নাচের অলৌকিক পুরস্কার।
মনে মনে ঘুমাবার উপকারিতা
আমি কলম দিয়ে কিছু লেখার চেষ্টা করলে কখনো দেথা যায় বলপেন থেকে প্রয়োজনীয় কালি বের হতে রাজি হচ্ছে না। তখন লিখতে শুরু করি মনে মনে।মনে মনে লেখার মজা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না কিছুই কিন্ত অনেক অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে। যেন পাটের গুদামে লেগেছে আগুন। ফায়ার বিগ্রেড পাগল-কুকুরের মতো ডাকাডাকি করছে। আর আপনি ঘুমিয়েই আছেন।
মনে মনে ঘুমাতে পারলে বোঝা যায় জেগে থাকার আসল অর্থ।
ভেজা দেশলাইয়ের আবেদন :
আমাকে জাগিয়ে তোল, কে আছ কোথায়
গ্যাসের চুলার আশ্চর্য যৌনতায়।
আগুনের জন্য সমবেদনা
মন খারাপ করে শুয়ে আছো দেশলাইয়ের কাঠি
তোমার সকল আগুন চুরি করে পালিয়ে গেছে প্রমিথিউস।
আগুন কোথায়!
আগুন তো এখন অবসরপ্রাপ্ত। অন্ধকার আগুন খেতে বড় পছন্দ করে।
ডিভোর্স সংক্রান্ত কথাবার্তা
এক সময় নিজের ছায়ার প্রতিও আমার অবিশ্বাস ছিল। মনে হতো আমি আয়নায় যে ছবি দেখছি তা অন্য কারোর। অন্য কারোর হৃদয় আমার বুকের ভেতর মাছের মতো লাফাচ্ছে।
তারপর একদিন। আমি বেশ রাগ করে নিজের সঙ্গে ডিভোর্স সংক্রান্ত কথাবার্তা বলতে শুরু করলাম। বললাম অবিশ্বাস নিয়ে ঘর করা ভাল না। তুমি আমাকে তালাক দাও। অবিশ্বাস বলল তুমি দাও। আমি বললাম তুমি দাও। শুরু হলো তুমুল হলাহল।
তারপর আমাকে ছেড়ে চলে গেল অবিশ্বাস। জানি না সে এখন কার সঙ্গে ঘর করছে।
লাল ব্লাউজ
সন্ধ্যার আগেই সকলকে ঘরে ফিরে যেতে হয়!
ঘর মানে এক টুকরো অন্ধকার তো নয়; ঘর মানে সহস্র বাল্বের হাসি
ঘর তো শেয়ালের সমবেত সঙ্গীত নয়, কুকুরের করুণ ডাক নয়
ঘর কাকের মুখে মিষ্টান্নের প্যাকেটও নয়
ঘর হচ্ছে স্বর্গের কার্নিশ থেকে হঠাৎ উড়ে যাওয়া লাল ব্লাউজ,
ট্রেন গার্ডের হাতের সবুজ কাপড়ের মতো যা মহাকালের বাতাসে দুলছে।
জলে ভাসা পিঁপড়ে
সব জল কি জানে উৎসের যাতনা? ভেসে যাবার মধ্যে আছে
হয়তো কিছু অস্পষ্ট মধু।
জলে ভাসা পিঁপড়ে জানে ভালবাসলে ভেসে থাকতেই হয়।
রাডার জানে
তোমাকে উড়িয়ে নিয়ে যায় বিমান। মেঘের যত্নে থাকো। বিদ্যুত চমকায়। সুন্দর দেখায় তোমাকে ক্ষণস্থায়ী আলোয়। ঝড় আসে। নৌকার মতো তোমার বিমান দুলতে থাকে।
রাডার জানে তোমার কোন বিপদ হবে না। একটি অনঙ্গ পাখি তোমার বিমান পাহারা দিচ্ছে
সরকার আমিন
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ সকাল ৯:৪৩