একটি মুরসাল এবং অত্যন্ত মুনকার একটি হাদীস ইবনে আবিদ দুনিয়া (র: ) বর্ণনা করেছেন। তাতে রয়েছে যে, একদা রাসূলু্ল্লাহ (স: ) সাহাবীদের সমাবেশে আগমণ করেন। তিনি দেখেন যে, তাঁরা কোন এক বিষয়ের চিন্তায় চুপচাপ বসে রয়েছেন।
তিনি তাঁদেরকে প্রশ্ন করেন: "ব্যাপার কি?" উত্তরে তাঁরা বলেন: "আমরা আল্লাহর সৃস্টি সম্পর্কে চিন্তা করছি"।
তিনি তখন বলেন: "বেশ বেশ। খুব ভাল কথা। আল্লাহর মাখলুক সম্পর্কে চিন্তা গবেষণা করবে। কিন্তু আল্লাহ সম্পর্কে চিন্তা করবে না। জেনে রেখো যে, এই পশ্চিম দিকে একটি সাদা যমীন রয়েছে। ওর শুভ্রতা ওর নূর বা জ্যোতি অথবা বলেছেন: ওর নূর বা জ্যোতি হলো ওর শুভ্রতা । সূর্যের রাস্তা হলো চল্লিশ দিনের। সেখানে আল্লাহর এক মাখলুক রয়েছে যারা চোখের পলক ফেলার সমান সময়টুকুতেও কখনো আল্লাহর নাফরমানী করেনি"
তখন সাহাবীগন প্রশ্ন করেন: "তাহলে শয়তান তাঁদের হতে কোথায় রয়েছে?" উত্তরে তিনি বলেন: "শয়তানকে যে সৃস্টি করা হয়েছে কি না এটাও তাদের জানা নেই"
তাঁরা আবার প্রশ্ন করেন: "তারাও কি মানুষ?" জবাবে তিনি বলেন: "না। হযরত আদম (আ: )- এর সৃস্টি সম্বন্ধে তাদের কিছুই জানা নেই"
জানিনা বিজ্ঞানীরা সূর্যের আশেপাশে বা সেখানে কোনো এলিয়েনের সন্ধান এখনো পেয়েছে কিনা। কিন্তু যখনি পাক, তখনো এখনকার মত যারা দুর্ভাগা তারা ইমান আনবে না।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪