উৎসর্গ : আমাদের মাঝে অনেকেই আছেন - যারা জন্মের পর নিজের দাদাজানকে দেখতে পারেন নি , পান নি তার হাতের স্পর্ষ , পান নি তার রসিকতাময় কথার পরশ ! আবার , কেউ কেউ আছেন যারা দাদাজানকে পেয়ে ও ইতোমধ্যে হারিয়েছেন চিরতরে ! বাকীরা দাদাজানের সান্নিধ্য পাচ্ছেন । আমার এই লেখা টি এ ৩ শ্রেনীর মানুষের জন্য উৎসর্গ করছি ...
দাদা নাতির সম্পর্কের মাঝে থাকে একসের ই-আর-কি – কে না জানে ! তো ছেলেবেলায় যখন দাদাজানের সঙ্গে ফাঁজলামো করতাম তিনি মারতেন ও না রাগতেন ও না । দেড়ো (দাড়িযুক্ত) মুখে শুধু বলতেন – ‘ দুর হ আহাম্মক ’ ! এই আহাম্মক শব্দটা আমার কাছে ছিল যেমনি অপমানজনক , তেমনি মজার শুধু এটা শোনার জন্য আমি প্রায়শঃই তাকে ক্ষেপাতাম । তিনি ও নাছোড়বান্দা – বারংবার শব্দটির যথাযথ প্রয়োগ ঘটাতেন ! একটা পর্যায়ে তিনি কিভাবে যেন টের পেলেন যে – তার এ অপমানসূচক ‘ আহাম্মক ’ শব্দটি শুনামাত্রই আমি না ক্ষেপে বরং যারপরনাই উৎসাহিত হই । ভদ্রলোক (আমার দাদাজান ) বেশ চিন্তায় পড়ে গেলেন অনেকটা বৃদ্ধ বয়সে ফাঁপড়ে পড়ার মতই ।
কিছুদিন বাদে এক সন্ধ্যাবেলায় দেখি তিনি আমাদের ঊঁকুন মারা চিরুনী দিয়ে দাড়ি আচড়াচ্ছেন । আমি এগিয়ে গিয়ে বললাম –
‘ দাদাজান কি করেন ? ’
‘ দেখিস না আহাম্মক , কি করি ? ’
‘ আপনি জানেন যে – আহাম্মক শব্দটা শুনলেই আমার হাসি পায় , তারপর ও কেন বলেন ? ’
‘ ওরে আহাম্মক ! আহাম্মক শুনলে যার হাসি পায় সে তো সব থেকে বড় আহাম্মক ’
‘ মানে ? ’
'তাইলে আহাম্মকের কিচ্ছা শোন্ ' - একথা বলেই দাদাজান কিচ্ছা আরম্ভ করলেন । আপনারা ও শুনেন কি কিচ্ছা আমার দাদাজান আমাকে শুনাইয়াছিলেন :
এ জগতে আহাম্মক ১০ প্রকার :
আহাম্মক নং এক
ধনী লোকের সঙ্গে যে দেয় ঠ্যাক !
আহাম্মক নং দুই
ভাঙা নদীর কূলে যে বুনোয় ভুঁই !
আহাম্মক নং তিন
নীচ লোকের সঙ্গে যে করে ঋণ !
আহাম্মক নং চার
ঘরের কথা পরের কাছে করে বার !
আহাম্মক নং পাঁচ
পরের পুকুরে যে ব্যাটা ছাড়ে মাছ !
আহাম্মক নং ছয়
‘বউ’ এর ভয়ে লোকের সাথে মিছে কথা কয় !
আহাম্মক নং সাত
স্ত্রীর ’পর রাগ করে যে খায়না নিজের ভাত !
আহাম্মক নং আট
মেয়ে লোককে পাঠায় যে পরের ঘাট !
আহাম্মক নং নয়
দাদাজানকে যে করে না ভয় !
আহাম্মক নং দশ
যে হয় স্ত্রীর বশ !
এই কিচ্ছা শুনে আমি লজ্জায় এতটুকুন :!> হয়ে গেলাম ! পরবর্তীতে দাদাজানকে আর যেন আমায় ‘আহাম্মক’ বলতে না হয় সেজন্য আমি তাকে বিরক্ত করা একরকম প্রায় ছেড়েই দিলাম । কিন্তু ঐ যে - 'বিধির বাম, শয়তানের কাম' সুযোগ খুঁজতে লাগলাম কিভাবে এ অপমানের প্রতিশোধ তোলা যায় ! পেয়ে ও গেলাম সুযোগ
কিভাবে প্রতিশোধ নিয়েছিলাম তা পর্ব - ২ এ পাবেন
তবে যা ই ভাবুন না কেন আমার দাদাজান কিন্তুক মানুষ হিসেবে ফাষ্টো কেলাশ
পরের পর্বগুলি : পর্ব - ২ , পর্ব - ৩
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮