[ছবি -নেট থাকে ]
বাংলাদেশকে নিয়ে ভয়ের(দেউলিয়া) কিছু নাই।কোনো দেশের সাথে তুলনায় করছি না। বরং ভিন্ন ভাবে বিষয়টি বলতে চাইছি।সরকারের পক্ষে/বিপক্ষে নয়। উদাহন স্বরূপ বলা যায় :- বাংলাদেশ সরকারের সমস্ত উন্নয়ন প্রকল্প বিভিন্ন দেশি/বিদেশী ঋণে তৈরী হচ্ছে। প্রতিটি প্রকল্পে ঋণের অংশ প্রায় শতভাগ। (পৃথিবীর সকল দেশই ঋণ করে। )
আমার দেখা অনুযায়ী :-
ফ্রান্সের পিএসজি ফুটবল ক্লাবটি ঋণ করেছে কি না সেটা জানি না তবে গত মৌসুমে ২২০ মিলিয়ন ইউরোর বেশি লোকসানের কথাদিয়েয়েছিল। তার আগের মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরোর বেশি লোকসানের কথা বলেছিল। অথচ তারাই এখন ৬০০ মিলিয়নের অধিক পারিশ্রমিকে এমবাপেকে দলে রাখছে।(বিভিন্ন সময়ে পরিশোধ করবে)
অতএব দেখা যাচ্ছে ,ভবিশ্বতে লাভবানের আশায় এই বিনিয়োগ গুলি হচ্ছে।
মূল কথা :-
একটি দেশ ও একটি দল ঋণ করে(ধরেনেই পিএসজি তার মালিকের কাছ থেকেই ঋণ করেছে) যে বিনিয়োগ করছে তাতে
বাংলাদেশের লক্ষ ক্ষুদা নিবারণ এবং পিএসজির লক্ষ মর্যাদা বৃদ্ধি করুন। পিএসজির বিনিয়োগ বৃথা গেলে তাদের সম্মানটা আগের মতোই থাকবে তবে বাড়বেনা। আর বাংলাদেশের বিনিয়োগ বৃথা গেলে। ....কি হবে যানা নেই !?
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৩