ছবি পত্রিকার
পৃথিবীর এমন কোনো জাতি/শক্তি নেই যারা আমাদের সেলাই শিল্পকে পিছনে ফেলতে পারে। আমাদের সেলাই শিল্প নিজের অবস্থান আজীবন ধরে রাখবে বা আরো উপরে উঠবে অন্তত বর্তমানে যে সকলদেশে আমাদের প্রতিদ্ধন্দী।
কেন ও কোন যুক্তিতে এই কথা বলার সাহস পাই ?
সহজ ও সরল যুক্তিতে বলার আগে বলে নেই আমাদের সেই শিল্পের শ্রমিক ও তাদের মজুরি বা আয়ের কথা :-
হুবহু পত্রিকা থেকে -
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোয় ভালো ক্রয়াদেশ থাকায় পোশাকশ্রমিকদের ওপর কাজের চাপ বেড়েছে। গত মার্চে দুপুরের খাবারের বিরতির বাইরে ওভারটাইমসহ দিনে ১১ ঘণ্টা করে কাজ করেছেন শ্রমিকেরা। বাড়তি ওভারটাইমের জন্য তাঁদের মাসিক আয় বেড়ে ১২-১৩ হাজার টাকা হয়েছে।
এর পরেও কি বলতে ববে কেন বাংলাদেশের সেলাই শিল্প আজীবন মাথা নুয়ে হারিয়ে থাকবে। !?
তবুও বলি - দৈনিক ১০-১১ ঘন্টা কাজ বা সেলাই করে যে দেশে মাস শেষে মুজুরি পাওয়া যায় ১৩০ -১৪০ডলার ,পৃথিবীর আর কোনো দেশে বা সেলাই শিল্পের দেশে এমন মজুরিতে কাজ করা বা করানো কি সম্ভব !?
কম্বোডিয়ার সেলাই শ্রমিকদের মাসিক আয় ও সুবিধা বেশি।
যে শিল্প আমাদের বিশ্বে আসন দিয়েছে ,সেই শিল্পের পিলার/ভিত্তি (শ্রমিক) মজুরি দৈনিক ১১ ঘন্টা কাজ করে মাসে ১১/১২ হাজার টাকা।
তারা বেঁচে থাকে কিভাবে ,আমরা গর্ব করি কিভাবে তাদের এতো থোকায় কিভাবে !! আসলেই কি আমরা গর্ব করতে পারি ,এই বৈদেশিক মুদ্রা আয় করে,আসলেই কি ইটা আমাদের আয় নাকি শ্রমিকদের রক্ত চোষা !?
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৫