ছবি নেট থেকে
যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ এক বেলা কম খাচ্ছে: এক জরিপে সে কথা প্রকাশ পেয়েছে। বিষয় সেটা নয় ,বিষয় হলো ,এই কথাটি যদি বাংলাদেশ মন্ত্রী আমলা ব্যাবসায়ীরা জানে তখন কি অবস্থা হবে। প্রথমেই আমার মনে এই প্রশ্নটি এসেছে । [আমরা সমবেদনা জানাই]
আর ভাবি ,আমাদের মন্ত্রীরা কি বলবেন এবার ,মানে মিষ্টিকুমড়া, বাদাম তেল..... তবুও খাওয়ার উপদেশ পেয়েছিলাম এখন না জানি কি হয় বা বলে সরকার !? ....
হয়তো বলতেও পারে -
"দু`চার দিন না খেলে মানুষ মরেনা"
গ্রেটব্রিটেনের দিকে তাকালেই আমরা বুঝি !?
সংবাদে প্রকাশ (হুবহু )
মূল্যস্ফীতির কারণে নানা দেশ এখন বিপদে। এ জন্য পণ্যমূল্য বাড়ছে। বিপাকে পড়ছে মানুষ। উন্নত বিশ্বের দেশগুলোও পড়ছে এ বিপাকে। বাদ পড়েনি যুক্তরাজ্য। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বেড়েছে জীবনযাপনের খরচ। ঘর গরম রাখার জন্য যে হিটিং ব্যবস্থা, তা–ও বন্ধ রাখছেন তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। ইপসোস নামের জরিপ সংস্থার এক সমীক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এসব কথা বলা হয়েছে। ইপসোস গ্রুপ একটি বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। এদের সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে।
জরিপে বলা হয়েছে, জীবনযাপনের খরচ অনেকটাই বেড়েছে যুক্তরাজ্যে। এ কারণে গ্যাস–বিদ্যুতের বিল বাঁচাতে ঘর গরম রাখার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন প্রতি তিনজনের মধ্যে দুজন। গাড়ি চালানো কমিয়েছেন ৫০ শতাংশ মানুষ। ২৫ শতাংশ মানুষ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। নিম্ন আয়ের অনেক মানুষের মধ্য এক-তৃতীয়াংশ জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে তাঁরা কোনো কোনো বেলার খাবার খেতে পারেননি।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮