দেশ কখন দেউলিয়া হয় ?
দেশের রিভার্ভ তলানিতে এলে (স্বর্ণ/ডলার )দেউলিয়া হয়।
বাংলাদেশ কেন দেউলিয়া হবেনা ?
প্রধান দুটি কারন
১)১৭ কোটি জনতার ১কোটি ২০ লক্ষ লোক প্রবাসী অর্থাৎ তাদের পাঠানো রেমিটেন্স,মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের জন পাঠাতেই হয় /পাঠাচ্ছে/পাঠাবে।
২)বিশ্বের সবচে অসহায় ৬০-৮০ লক্ষ সেলাই শ্রমিকের নূন্যতম মজুরি সর্বদাই বিশ্বের সেলাই শ্রমিকের তলানিতেই থাকবে ,ফলে সেলাইয়ের অর্ডারে আমরা বিশ্বের ২-৩ অবস্থানেই থাকবো
অতএব হিসাবে দেখা যায় ,বছরে
রেমিটেন্স ও সেলাই আয় কখনো বন্ধ হবে না ,অর্থাৎ রিজার্ভ খালি করতে সরকারের নাভিশ্বাস উঠে যাবে
রেমিটেন্স কত
২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ২০৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা)।
পোশাক রপ্তানি আয় কত
চলতি অর্থবছরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। গত অর্থবছর রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ৮৭৫ কোটি ডলার।
শুধু সরকার বা প্রশাসন নয় আমরা পাবলিকরা সরকারের চেয়ে বেশি স্বার্থপর নিজের ও পরিবারের পক্ষে যে কোনো অন্যায় কাজ আমরা নির্দ্বিধায় করি
অতএব বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না তবে - জনতা`র নাভিশ্বাস আমৃত্যু বিকল্প পথ কোথায় !!
[ছবি নেট থেকে]
আন্তর্জাতিক সার্বভৈৗম বন্ড বাবদ শ্রীলংকার ঋন রয়েছে এখন ১২ হাজার কোটি মার্কিন ডলার। এছাড়া দেশীয় উৎস থেকেও সরকার ঋণ করেছে। সব মিলিয়ে চলতি বছর শ্রীলংকাকে প্রায় ৭ হাজার কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। এ ৭ হাজার কোটি ডলার ঋণের মধ্যে বৈদেশিক ঋণ (আন্তর্জাতিক সার্বভৌম বন্ড) ১.৫ হাজার কোটি ডলার
১২ হাজার কোটি ডলার আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা। পক্ষান্তরে বৈদেশিক রিজার্ভে তাদের জমা আছে মাত্র ২ হাজার কোটি ডলার।
১ লক্ষ কোটি ডলার আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে উন্নয়নের মডেল দাবিদার আমরা। পক্ষান্তরে বৈদেশিক রিজার্ভে আমাদের জমা আছে ৪০ হাজার কোটি ডলার।(সংখ্যায় ০শূন্য এর পরিনাম ভুল হতে পারে !) চলবে...
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২২ রাত ১০:২৬