"দাম বাড়বেই বা বাড়াবোই ,পারলে ঠেকাও!" এই শ্লোগান আদর্শ মেনে বাংলাদেশ চলছে। ব্যাবসায়ী সিন্ডিকেট পণ্য দ্রব্যের দাম ইচ্ছা মতো যখন তখন বাড়ায় বাড়াবে ,সরকার দেশের ১৭ কোটি জনতার ১৫ লক্ষ সরকারি কর্মচারীদের বেতন ,ভাতা সেই অজুহাতে বা নিজ গদি রক্ষায় বাড়ায় বাড়াবে (দেশে এই ১৫ লক্ষের বাইরে আর কোনো পরিবার নাই যা আছে তা কীটপতঙ্গ)। এটা এখন নিয়ম। গত ১মাসে তেল ,বেগুন,আটা,পেঁয়াজ। ...দাম বাড়ছেই। নতুন ও অভিনব ভাবে আজ দেখলামক "চুরিপানার অজুহাতে খেয়াঘাটের ভাড়া বৃদ্ধি"!
৩ টাকার ভাড়া ৮ টাকা ও আনুসাংগিক ১০ টাকা মোট ১৮ টাকা পত্রিকা থেকে হুবহু ও লিংক
গাজীপুরের কালীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভেসে আসা কচুরিপানার অজুহাতে সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলেই ঘাটের ইজাদার ও নৌকার মাঝিদের রোষানলে পড়তে হচ্ছে যাত্রীদের। তাই নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা হওয়ায় যাত্রীরাও নিরবেই গুনে যাচ্চেন অতিরিক্ত ভাড়া।
একবার পার হলে নৌকা ভাড়া হিসেবে গুনতে হয় ৮ টাকা। এরপর একজন যাত্রীকে মূল খেয়াঘাটে পৌঁছতে ব্যাটারি চালিত অটোরিকসা ভাড়া লাগে আরো ১০ টাকা। সব মিলিয়ে একজন যাত্রীকে একবার নৌকা পাড় হতে ১৮ টাকা আর আসা-যাওয়া ৩৬ টাকা লাগছে। এখন উপায়ন্তর না পেয়ে পেটের দায়ে নদী পার হয়ে কাজে আসতে হয়।
দেশ জনতার সেটা মানি
জনতা সরকারের ,সেটা মানতে সমস্যা কোথায় !?
পণ্য মূল্য বাড়বে,সরকারি কর্মচারীর বেতনও বাড়বে (হিসাব বরাবর)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২২ সকাল ৯:৪৯