বাংলাদেশের আর্থিক খাতের একজ শীর্ষ জালিয়াত পিকে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে আজ তদন্ত সংস্থা (ইডি) গ্রেফতার করেছে।
বাংলাদেশ সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য ও বার্তা পেয়েই তল্লাশিতে সক্রিয় হয়েছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।
এতদিন সবাই বলতো -
বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেয়া হচ্ছে,ভারতের গোলামে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে ইত্যাদি।
আজকের সংবাদে পাইক হালদারকে গ্রেপ্যারের খবরে প্রথমেই আমার মনে হয়েছে -"ব্যাটা পিকে বুঝতে পারেনি,ভারত বাংলাদেশের অংশ (!?) " .আসলে.বাংলাদেশ ভারত বন্ধু রাষ্ট্র ,কেউ কারো মনিব নয় ,রটুকু বুঝার জন্য পিএইচডি করতে হয়না। সাধারণ জ্ঞানেই বুঝা যায়।
পত্রিকা দেখুন
পশ্চিমে না পালিয়ে ব্যাটা পিকে ভারতে কেন। ভারত বাংলাদেশ বন্ধু রাষ্ট্র , আসামি বিনিময় ও বন্দি বিনিময় সম্পর্ক দুই দেশের।
পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেফতার
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৪৮