ছবি/তথ্য -পত্রিকা থেকে
এবার ঈদ সামনে রেখে দেশ ছাড়ছেন প্রায় ২০ লাখ মানুষ—, দেশের মধ্যে ১ কোটি মানুষ ঈদে বেড়াতে যাবে। এ বছর ঈদে দেশের মধ্যে পর্যটন খাতে ৫ হাজার কোটি টাকা আয় হবে এবং দেশের বাইরে পর্যটকেরা ৭ হাজার কোটি টাকা নিয়ে যাবে
এমন তথ্য জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), টু্যরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)সহ সংশ্লিষ্টরা
আমার মতে ,এই ১কোটি ২০ লক্ষ মানুষ ধনী নয় এরা স্বচ্ছল ,ধরে নেই আরো ১কোটি ২০ লক্ষ লোক আছে যারা ভ্রমণ করবেন তবে স্বচ্ছল।
ভাবতে ভালো লাগে -
দ্রব্যমূলের এই উর্ধগতির সময়ে ,টিসিবির লাইন পরিহার করেএরা জীবন চালিয়ে নিচ্ছে ,বা নিতে পারছে।
এই ভ্রমণ শুধুই ভ্রমণ নয় ,ভ্রমণের সাথে কেউবা চিকিৎসা ,কেউবা আত্ত্বীয়ের সাথে সাক্ষাৎ ,কেউবা শখের কেনাকাটা ,ইত্যাদি একসাথে সমাধান করবেন। ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে। তারপর আবার সেই অনিয়ন্ত্রিত দেশে ,অনিয়ন্ত্রিত আইনে ,অনিয়ন্ত্রিত পরিবেশে জীবন যুদ্ধ শুরু করবেন ,আগামীর আশায়
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৩:২৪