বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
‘চট্টগ্রাম অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’ নামের একটি সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন হয়। কয়েকশ’ তরুণ এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনো সন্তুষ্ট নয়। বাংলাদেশের খেলোয়াড়রা অনিরাপদ জায়গায় গিয়ে ক্রিকেট খেলবে।
তারা দাবি করেন, বিসিবির বিদায়ী সভাপতি মুস্তফা কামাল ‘সুবিধা’ নেয়ার জন্য পাকিস্তানে বাংলাদেশ দলকে পাঠিয়ে ঝুঁকির মুখে ঠেলে দিতে চেয়েছিলেন। সেসময় হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তারা তা পারে নি। পরবর্তীতে নানা ‘ষড়যন্ত্রের’ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দিয়ে পাকিস্তান পাঠানোর পাঁয়তারা চলছে।
এর তীব্র বিরোধীতা করে তারা বলেন, কোনো দেশ নিরাপত্তার কারণে পাকিস্তান যাচ্ছে না, অথচ তা গুরুত্ব না দিয়ে এদেশের ক্রিকেটারদের বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি নুর নবী দুলাল, সাধারণ সম্পাদক সুমিত চৌধুরী, নির্ঝর মজুমদার প্রমুখ।
আসুন আমরাও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি । আমাদের প্রিয় ক্রিকেট ও ক্রিকেটারদের সমূহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিসিবি । আমরা প্রতিরোধ না করলে এই সফর হয়তো ঠেকানো যাবেনা । আসুন , ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে, যে যেভাবে পারি এর প্রতিবাদ করি ; জনমত গড়ে তুলি ।