একদিন চিঠি লেখাই বন্ধ হবে
কাগজ হবে জাদুঘরে বন্দী
প্রাণহীন কাঠের কলম প্রাণ পাবে না আর
ডিজিটাল টেকনোলজি দখল করবে এ পৃথিবী
বিলুপ্ত হবে ‘একান্ত ব্যক্তিগত’ শব্দটি
প্রজননে ভালোবাসা কথাটি কেড়ে নিবে টেস্ট টিউব
আমরা অসম্ভব যান্ত্রিক হবো
অতঃপর
অচকিতে আমাদের ডিজিটাল হ্যান্ড সেট হারিয়ে যাবে
আচানক ক্রাশ করবে সব কম্পিউটার
আমরা ভীষণ একা আর দিশেহারা হবো
তারপর
সম্বিৎ ধীর গতিতে প্রবেশ করবে আমাদের মনন জগতে
সেদিন হয়তো ফিরে আসবে নতুন অন্য এক পৃথিবী
আমরা মিশে যাবো শুরুতে
আদিম ভালোবাসায়।