ফান্ড রাইজিং আপিল নাকি যন্ত্রনা
বাংলাদেশি চ্যানেল খুললেই শুধু ফান্ড রাইজিং আপীল। রমজান শুরু হতে না হতেই লন্ডনের বাংলা চ্যানেলগুলোতে শুরু হয়ে যায় এই অত্যাচার। প্রতিদিন বিকাল থেকে সেহরী পর্যন্ত। আমার মাথায় ঢুকে না এটিএন বাংলা, এনটিভি, চ্যানেল আইয়ের মতো নামকরা টিভি চ্যানেলগুলো তাদের নিজেদের অনুষ্ঠান বাদ দিয়ে এই আজাইরা প্রগ্রাম কিভাবে প্রতিদিন প্রচার করে।... বাকিটুকু পড়ুন
