Detective Byomkesh bakshy(2015)
সিনেমাটি নিয়ে আমার অনেক আশা ছিল। পরিচালক আমার আশার প্রতিদান দিয়েছে। এবং ভালভাবেই দিয়েছে। বলছিলাম বিখ্যাত বাঙ্গালি লেখক শরদিন্দু বন্দোপাধ্যায়ের সাড়া জাগানো গোয়েন্দা সিরিজ ব্যোমকেশ বকশি অবলম্বনে বলিউডে নির্মিত মিস্ট্রি থ্রিলার সিনেমা “ডিটেকটিভ ব্যোমকেশ বকশি”র কথা। ভালই লেগেছে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছে দিবাকর ব্যানার্জি আর সিনেমার নাম ভূমিকায় আছে সুশান্ত সিং রাজপুত। আরেকটি প্রধান ভূমিকায় আছে কলকাতার বিখ্যাত অভিনেত্রি স্বস্তিকা মুখার্জি। বলতেই হবে পরিচালক সবার কাছে থেকেই অভিনয়ে সেরাটা বের করে আনতে পেরেছে। সবচেয়ে ভাল লেগেছে ভিলেনের অভিনয়। সিনেমার এক্কেবারে শেষে ভিলেনের ডায়লগটা আমার চরম লেগেছে।
কাহিনী সংক্ষেপঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতা শহরে হয়ে যাওয়া একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমার কাহিনী এগিয়েছে। অজিত ব্যানার্জি নামের এক যুবক তার পিতা ভুবন ব্যানার্জির দুই মাস ধরে নিখোজ থাকার রহস্য উদঘাটনের অনুরোধ নিয়ে আসে প্রাইভেট ডিটেকটিভ ব্যোমকেশ বকশির কাছে। সবাই তাকে ডিটেকটিভ নামে ডাকলেও ব্যোমকেশ নিজেকে সত্যান্বেষী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। ভুবন ব্যানার্জির নিখোজ হওয়ার রহস্য উদঘাটন করতে ব্যোমকেশ সেই বোর্ডিং এ যায় যেখানে ভুবন ব্যানার্জি থাকতেন। সেখানে ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা। ভুবন ব্যানার্জির কি হল তা জানতে চাইলে দেখে ফেলুন সিনেমাটি। এর বেশি বলে দিলে সিনেমার মজা তো পাবেনই না, উলটা আমাকে আপনাদের গালি শুনতে হবে। আশা করি সিনেমা চলাকালীন ১৩৯ মিনিট আপনার খারাপ যাবে না, বরং খুব ভালই যাবে।
সিনেমার সবকিছুই ভাল লেগেছে। তবে ২য় বিশ্বযুদ্ধের সময়ের কাহিনীর সিনেমার মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে মেটাল গান বেজে উঠে কেন তার কূলকিনারা করে উঠতে পারি নাই!
সিনেমার আইএমডিবি রেটিং ৭.৮।
আমি ৭.৫ দিলাম।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১