আগে কখনো রিভিউ লিখি নাই। Failan এর মত একটি সিনেমা দেখে রিভিউ না লিখে থাকতে পারলাম না। প্রথম বার যেহেতু ভূল ত্রুটি ক্ষমা করবেন দয়া করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম রোমান্টিক ড্রামা আগে কেউ দেখে নাই। সত্যি বলতে আমিও দেখি নাই। মুভিটি রোমান্টিক সিনেমা সম্পর্কে আমার ধারনা পালটে দিয়েছে।
স্পয়লার এলার্টঃ কাহিনী সংক্ষেপ কিঞ্চিত কাহিনী বলে দিচ্ছি। নিজ দায়িত্বে সিনেমা দেখে নিবেন।
কাহিনী সংক্ষেপঃ মুভির কাহিনী এগিয়ে গেছে গ্যাংস্টার kang-jae আর একটি সহজ সরল মেয়ে failan কে নিয়ে। তারা একে অপরকে ভালবাসলেও তাদের দেখা হয় নি কখনো। failan এর বাবা মা মারা গেলে সে দক্ষিন কোরিয়াতে আসে তার একমাত্র আত্নীয় খালার খোজে। কিন্তু খালার খোজ না পেয়ে সে একপ্রকার বাধ্য হয়েই দক্ষিন কোরিয়াতে থেকে যেতে চায় কোন চাকরি করে। কিন্তু নাগরিকত্ব সমস্যায় পড়ে যায় সে। কোরিয়াতে থাকতে হলে তাকে সে দেশের কাউকে বিয়ে করতে হবে। এভাবেই সে kang-jae কে নকল বিয়ে করে দূরবর্তী এক গ্রামের লন্ড্রীর দোকানে কাজ নেয়। kang-jae বিয়েটা করেছে আসলে টাকার জন্য এবং সে এরকম আগে আরো অনেকবার করেছে। kang-jae তার কাগজগুলো জমা দিয়েই চলে যায়। সদ্য বিয়ে করা বউকে দেখার প্রয়জনও মনে করল না। টাকা হাতে পেয়ে kang-jae ভূলে যায় failan কে। কিন্তু failan সেই গ্যাংস্টারকেই সত্যিকার স্বামী হিসেবে মনে করতে থাকে, মন থেকে ভালবাসতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। ঘটনাক্রমে kang-jae কে অনিচ্ছাকৃত ভাবে যেতে হয় failan এর গ্রামে। অবস্থা এরকম যে না গিয়ে উপায় নেই। গ্রামে যাত্রার ট্রেন ভ্রমন থেকেই kang-jae, failan সম্পর্কে জানতে পারে আস্তে আস্তে। failan এর লেখা চিঠিগুলো পড়ে গ্যাংস্টার নিজেকে অন্যভাবে বুঝতে শেখে। তার বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সহজ সরল মেয়ে তার মত একজন গ্যাংস্টারকে ভালবাসবে। মুভির শেষের দিকে failan এর লেখা শেষ চিঠি পড়ে kang-jae যেভাবে কাঁদতে থাকে সে দৃশ্য আপনি ভুলতে পারবেন না কখনো। মেয়েটার ভালবাসাতে kang-jae নিজের জীবন নতুন করে সাজাতে অনুপ্রেরণা পায়। মুভির এই মুহুর্তে আপনি নিজেকে kang-jae হিসেবে আবিষ্কার করবেন। তখন আপনার মনে হবে জীবনের পাপগুলো চিরতরে মুছে ফেলতে পারলেই ঠিক হত।
ক্যাস্টঃ ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির পরিচালক song hae-seong। kang-jae এর চরিত্রে অভিনয় করেছে বিখ্যাত অভিনেতা choi min-sik (oldboy এর নায়ক, I saw the devil এর ভিলেন) আর failan চরিত্রে অভিনয় করেছে cecilia cheung। “failan” সিনেমাটি এ পর্যন্ত ছয়টি পুরষ্কার জিতেছে।
তাহলে আর দেরি না করে অন্যরকম একটি রোমান্টিক ড্রামা উপভোগ করুন। Happy movie watching.
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৬