সেদিন ছিলো অস্ট্রেলিয়া ডে। সাপ্তাহিক ছুটি আর হলি ডে মিলিয়ে গত সপ্তাহে মোট ৩ দিন ছুটি পেয়েছিলাম। সেটাকে কাজে লাগাতে সব বন্ধুরা মিলে গেলাম 'নেলসনস বে'। প্রশান্ত মহাসাগরের পাড় ঘেঁষে গড়ে উঠা নিউ সাউথ ওয়েলসের অন্যতম প্রধান ট্যুরিস্ট স্পট।
শনিবার রাত ৩টায় রওনা দিলাম।
to be continued...
(i've given you 24 pics...enjoy those in the mean time!
ছবির ক্যাপশনগুলো নীচে দেয়া হল: ডান থেকে বামে (ক্লক ওয়াইজ):
১. নিউ ক্যাসেল মসজিদ। সারারাত ভ্রমনের পর সকাল ৮ টায় যেখানে আমরা ২ ঘন্টা যাত্রাবিরতি দিয়েছিলাম।
২. একটি অস্ট্রেলিয়ান পরিবার তাদের ব্যাক্তিগত ডিঙিতে চড়ে সাগরের তীর ঘেঁষে ঘোরাঘুরি করছিলো। অস্ট্রেলিয়া ডে উপলক্ষ্যে ডিঙির উপরে অস্ট্রেলিয়ার পতাকা শোভা পাচ্ছে।
৩. সমুদ্রতীরের নয়নাভীরাম পাথর সমূহ।
৪. সেখানকার একটি পাথরে দেখলাম অদ্ভুত কিছু চিহ্ন। মনে হয় যেন পোকারা বাসা খুঁড়েছে।
৫. Port Stephen এর আশেপাশের চিরাচরিত দৃশ্যপট।
৬. আমরা যে জাহাজটাতে চড়ে ডলফিন দেখতে গিয়েছিলাম সেটার প্রবেশপথ।
৭. গন্তেব্য পৌঁছার পথে এই চমৎকার রাস্তাটি পড়েছিলো।
৮. জেটিতে একটি স্পীড বোট নোঙর করা।
৯. দূরে কয়েকটি ছোটখাট জাহাজ আর বোট নোঙর করা ছিলো।5x optical zooming, panoroma view and High Defination mood এ ছবিটি তোলা হয়েছে।)
১০. আমাদের জাহাজের ভেতরের একটি দৃশ্য।
১১. আমাদের জাহাজটা ছাড়ার ঠিক আগে জাহাজ থেকে জেটির এই ছবিটি
তোলা হয়।
১২. আমরা যখন মাঝ দরিয়ায়, দূরে আকাশ পাহাড় আর সাগর যেখানে এক হয়ে মিশেছে...!
১৩. সী বিচের বালিয়াড়ীতে আমাদের ওয়েব সাইটের নাম লিখা।
১৪.সমুদ্র থেকে একটু দুরে মরুভূমির বুকে কয়েকটি মরুভূমির জাহাজ, মানে উট যাত্রীসহ বিচরন করছে।
১৫.পাখিরা ফিরেছে নীড়ে আর নিঃসঙ্গ, একাকী আমি, সাগর পাড়ের ভেজা বালুতে চুপচাপ দাঁড়িয়ে, আনমনে সূর্যাস্ত দেখছি! এক অপার্থিব অনুভূতি!
১৬. মাত্র জাহাজ ভ্রমন থেকে ফিরে আমরা জেটিতে হাঁটাহাটি করছি।
১৭. জাহাজের ভেতরে আমাদের আনন্দ উল্লাসের এক পর্যায়ে...।
(১৮ এবং ১৫ নং ছবি দুটি মুছে ফেলা হয়েছে)
১৯. দিনের শেষ মায়াবী আলো যেন সমুদ্র তটকে আরো মায়াবী, আরো বিষন্ন করে তুলেছে।
২০. যে উট গুলো একটু আগে মরুভূমির বুকে হেঁটে বেড়াচ্ছিলো, সেগুলোই এখন সাগর পাড়ে পানি খেতে এসেছে।
২১. আমাদের জাহাজের ডেকে দাঁড়িয়ে তিনজন বিদেশীনি তন্ময় হয়ে সমুদ্র দেখছে।
২২. আমাদের প্রতিবেশী জাহাজ 'সারপ্রাইজ'। অস্ট্রেলিয়া ডে উপলক্ষ্যে জাহাজের উপরে অস্ট্রেলিয়ার পতাকা শোভা পাচ্ছে।
২৩. জাহাজের ভিতরের ক্যান্টিন।
২৪. ক্যান্টিন সেলসগার্ল 'মিসেস নেইলী'।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ সকাল ৯:০৪