ওরা এসেছিল পূর্ণিমা রানীকে ধর্ষণ করতে
ওরা এসেছিল দলবেঁধে
পূর্ণিমার মায়ের একটি অনুরোধ রেখেছিল ওরা
কাজটি সেরেছিল একসাথে নয়
একে একে সারি বেঁধে
সেদিন আমি কিছুই বলিনি
সেদিন আমি কিছুই করিনি
পূর্ণিমার একটি দোষ ছিল, যা আমার নেই
পূর্ণিমা ছিল হিন্দু
ওরা এসেছিল মন্দির-বাড়ি পুড়িয়ে দিতে
ওরা এসেছিল দলবেঁধে
একটু দয়া করেছিল ওরা
আগুণ লাগিয়েই কেটে পড়েছে
রক্তগঙ্গা বইয়ে দেয়নি এই জনপদে
সেদিনও আমি কিছুই বলিনি
সেদিন আমি কিছুই করিনি
ওদের একটি দোষ ছিল, যা আমার নেই
ওরা ছিল বৌদ্ধ
ওরা আবার আসবে, দলবেঁধে
ওরা আবার আসবে, শয়ে শয়ে
এবার টার্গেট হবে, একে একে
সব হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-
নাস্তিক-প্রগতিশীল মুসলমান-
লেখক-কবি-শিল্পী-খেলোয়াড়-
কৃষক-শ্রমিক-তাতী-চামাড়।
সেদিনও আমি বলবোনা কিছুই,
সেদিনও আমি করবোনা কিছুই,
মুখ বুজে শুধু দেখে যাব সব,
দোষ নেই তাই করবোনা রব।
একদিন ওরা আসবে, দলবেঁধে, শয়ে শয়ে।
টার্গেট হব নির্দোষ আমি
দোষ খুঁজে পেতে হবে না তো দেরী,
"আমার কেন মস্ত ভুড়ি?"
সেদিনও হায় কিছুই বলবেনা, কিছুই করবেনা
ভুড়িহীন নির্দোষগণ।
আগুনের ধর্ম শুধুই জ্বালিয়ে যাওয়া, যতই জ্বলবে ততই বাড়বে এর ক্ষমতা, ততই ছড়িয়ে পড়বে চারিদিকে। তাই আসুন প্রতিবেশীর ঘরের আগুন বসে বসে না দেখে এখনই নিভিয়ে ফেলি চিরতরে। নতুবা একদিন সেই আগুন আমার ঘরে, আপনার ঘরেই হানা দিবে।