কৌশল
সবকিছু এড়িয়ে চলি
বোধহীন পুকুর, চাকু রোদে জটলার মায়া,
বিষের ভয়ে দেবতার প্রসাদ এড়িয়ে
কীট-পতঙ্গের সাথে ভাব বেড়েছে টুকিটাকি।
এড়িয়ে চলি রক্তের নদী, লাল গোসল
জুয়াড়ির আসরে জিকিরের লালা
প্রণয়ের ঝড়
হে প্রণয়ের ঝড়, তালুর ম্যাজিকে নেমে এসো
আবহাওয়াবিদের চোখ ফাঁকি দিয়ে,
অলৌকিক প্রলয়ে ভাসাও ক্ষুধার্ত শহর।
লণ্ডভণ্ড করো, কপাল জুড়ে ধ্বংস আঁক
চোখের মাঝে তুলো ঘুমের সারেগামা।
পা-চাটা
আমি বলি, আশীর্বাদের হাত মাথায় বুলাও,
তোমরা বাড়িয়ে দাও পা।
বলো, আধ বিঘৎ জিভ বের করো; একটুখানি চাটো বাপু!
আমিও পশ্চাদ্দেশ ঘুরিয়ে দিয়ে বলি,
আজ তবে যাই; সামনে পড়ে আছে মহাকাল।
অক্ষরের বিষ
হাঁড়ে হাঁড়ে বিষ মাখিয়ে
পৃষ্ঠার সাদায় ছুঁড়ে দিয়েছি অক্ষর কিছু,
যদি পারো গোসলের সাথে গতরে মাখো
তাড়িয়ে দাও ত্বকের ভেতরে ময়লার দখল।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৩১