মাঝে মাঝে আমিও ঢুকে যাই তার করতালি মিছিলে,
অগণিত শ্রোতা আর দেহরক্ষীর ভিড় পেরিয়ে
কাগজ ফেলে বুক মেলে দেই আটোগ্রাফের নিচে।
কালি ফুরিয়ে যায়, সময়ের কাছে পরাজিত শেকড়
এয়ার কুলার শুষে নিলে শরীরের ঘাম
চোখের পর্দায় ভেসে উঠে আমাদের টঙের দিন,
কাঁধচাপা যাতায়াতে ধূলো উড়া পথের দৃশ্য।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ১১:৩২