শাদা শাদা কাশফুলে লেগে আছে সোঁদা গন্ধ
দ্বিধার মোড়কে বাজারে এলে অধুনা শরৎ,
ঘোমটা ভেঙে চৌকাঠ পেরোয় কবিদল।
তাদের ধুরন্ধর আঙুল জানে শব্দকলা
সামাজিক সন্ধ্যায় ফুসে ওঠা জ্যোৎস্নার বুনন,
সতেজ কাফনের নিচে ঢেকে রেখে সমস্ত বাসনা
করতলের কালশিটে রেখায়ও বয়ে যায় ছন্দনদী।
পকেট ভর্তি অরণ্য, জ্বলজ্বলে তরল দিন, তবুও
দুপুরি শীষ বেজে উঠলে; কুঁকড়ে ওঠে হঠাৎ,
পদতলে চাপা ধূলো লাফিয়ে উঠে গোপন চোখে!
তবে কি পড়ে আছে কোথাও এক মুষ্টি শপথঋণ
নয়তো কেন,
চেনা আরশিও চেপে ধরে জামার কলার!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪