*** মোরা বরিশালের পোলা কোটি তোলা
*** নিঃশব্দ ভালবাসা (মানে এইখানে ভালবাসার কোন শব্দ নাই)
*** তুই খারা,মুই আইতেছি (এইটা কোনে এলাকার ভাষারে ভাই?)
*** তোমায় ভালবাসি বলে আমার দু চোখে অশ্রু ঝরালে (এটা মনে হয় বিরহ পেজ!)
*** না বলা কথা আজ বলে দিতে চাই (কোন কথাগুলো? আমি তোমায় ভালবাসি এটা?)
*** আমরা স্যার এর সাথে বেয়াদবি করিনা, স্যার এর বউ এর সাথে করি (!!!!!)
*** যদি ভালোবাসো আমায়, শুধু এই কারণে পালাতে চাই (মারাত্নক চিন্তাভাবনা!)
*** পাগলের সুখ মনে মনে, ডিজিটাল মাইয়া বিড়ি টানে (এর মানে কি?)
*** পরীক্ষার গুষ্টি কিলাই (জীবনেও মনে হয় পরীক্ষা দিবে না?)
*** ভালবাসার গুস্টি কিলাই (খুবই আপত্তিকর নাম, নাম নিয়ে মামলা করা যায়)
প্রথমতো আমি ফেসবুক নিয়ে চরম বিরক্ত, এখানে কাজটা কি আসলে আমার মাথায় ঢুকে না । তবে কিছু উপকারিতা আছে নিশ্চয় কিন্তু আমরা কি ফেসবুক সেভাবে ব্যবহার করি? একদম না. বেশীরভাগ লোক একটা করে ফেসবুক পেজ ওপেন করে কমেন্ট আর লাইক এর ভিক্ষা করা শুরু করে, আর পেজগুলোর নাম এত বিচিত্র বাংলা ছবির নাম কিছুই না!! আগের ব্লগে লিখেছিলাম –
ফেসবুক বিপ্লবে দেশ ভেসে যাওয়ার মতো অবস্হা, নানা ধরনের বিপ্লব, ভাষা সংক্ষেপের বিপ্লব, e-বাংলিস নামে নতুন ভাষা চালু (নোবেলের আবেদন করা যায় না), অলিতে-গলিতে ফেসবুক পেজ (সেগুলোর নাম FDC-র বাংলা ছবির চেয়েও নিকৃষ্ট), তবে সবাই একটা জিনিসই চায় -
লাইক দে, কমেন্ট দে
নীচে এ রকম একটা পেজের কিছু চিত্র তুলে দিলাম ।
*** আচ্ছা ভাই, লাইক কি দেশে বিক্রি করা যায়? বা ডলার কামানোর কোন ব্যবস্হা আছে?
আমার খুব জানতে ইচ্ছা করে এরা এই লাইক দিয়ে কি করে