সামহোয়ার ইন ব্লগের প্রথম পাতা আকর্ষন হারাচ্ছে। এই অবস্থা দূর করার জন্য মডারেটর গনের সুবিবেচক ভূমিকাই যথেষ্ঠ বলে আমি মনে করি। নিম্নের বিষয় গুলোর দিকে মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি:
১। সামহোয়ারের প্রথম পাতায় কিছু অবিবেচক ব্লগার একই পোষ্ট খুব অল্প সময়ের ব্যবধানে বার বার পোষ্ট করেন। এধরনের আচরন অন্যান্য সাধারন ব্লগারদের মাঝে বিরক্তির উদ্রেক করে। এধরনের আচরন থেকে ব্লগারদের বিরত রাখতে মডারেটর কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি পোষ্ট পুনরায় প্রথম পাতায় প্রকাশ করার জন্য নুন্য তম সময় বেঁধে দেওয়া প্রয়োজন। একটি পোষ্ট সামান্য সম্পাদনা করে প্রথম পাতায় প্রকাশ করলে সেটাও পুন:পোষ্ট বলে গণ্যকরা উচিত। আমার মতে এই সময় নুন্যতম এক মাস হওয়া দরকার। এই ধরনের একটি নমুনা দেখুন। এই আচরন বিধি ভঙ্গকারী ব্লগারদের ব্লগ প্রয়োজনে বাতিল করা যেতে পারে।
২। বিঞ্জাপন মূলক পোষ্ট করা থেকে ব্লগারদের বিরত রাখতে হবে। এজন ব্লগারকে প্রায়ই দেখাযায় "ইন্টারনেট থেকে টাকা আয় করুন" ধরনের পোষ্ট করতে। এই ধরনের পোষ্টিং খুবই বিরক্তিকর। এই ধরনের একটি নমুনা দেখুন। এই ধরনের ব্লগারদের ব্যান করা যেতে পারে।
৩। বিভিন্ন পত্রিকা থেকে কপিপেষ্ট মূলক লেখা নিরুৎসাহীত করতে হবে। কোন প্রত্রিকা থেকে যদি কোন সংবাদ প্রথম পাতায় প্রকাশ করতে হয় সেক্ষেত্রে সংবাদটির বিশ্লেষন বা গঠন মূলক মন্তব্য সহ পোষ্ট করতে হবে।
উপরোক্ত বিষয় সমূহের ব্যাপারে মডারেটরকে আশু পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুবিবেচক ব্লগারদের কাছ থেকেও আরও গঠন মূলক নির্দেশনা আশা করছি।