ওখানে কি?
কাগজ? ওটা ছুঁয়ো না!
তিয়াস ওর লাগে না, ও মৃত!
আমি মৃত হবার আগে ছুঁয়ে নাও!
অনাবৃষ্টির এই তপ্ত খরায় আমাকে আবাদ কর।
বোহেমিয়ান আমি এক, অনাদিকাল তিয়াসে কাতর-
আমায় বন্দী করে কি সুখ বল ঐ মৃত কাগজে?
ডানা যদি থাকে তোমারও; তবে এসো বাহুডোরে,
ডানাহীন হলে; ভর করিও আমার ডানায়, খুব ভোরে।
.
ক্লান্তিহীন আবাদ করি অদৃশ্য তোমায়!
আমার তরে সতেজ কিছু দৃশ্য রেখো প্রেমে?
শত শর্ত সজ্জিত বিদঘুটে দেয়ালের ওপারে
দিনান্তরে শর্তহীন রেখো তোমার-
হাওয়ায় উড়ানো এলোকেশ,
কোমল রিক্ত হাত,
শুষ্ক গোলাপি ঠোঁট,
অনাবাদী জমিন; তোমার হৃদয়।
বৃষ্টি এলে ভিজে, চোখ বুজে নিও আমার স্বাদ,
উদার বুক জুড়ে অবিরত করিও চুক্তিহীন প্রেমাবাদ।
ছবিটি সংগৃহীত
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২