আকাশে আজ যে সূর্যের দেখা আমি পেয়েছি
তাতে এই পৃথিবীর সকল আঁধার দূর হয়ে যাবে।
পূবের আকাশ চিড়ে বেরিয়ে আসা, যার দেখা আমি পাবো
তাকে আকড়ে ধরে বাঁচতে চাইনা! এক সকালে
যখন তার লালচে আলো আমাকে আনন্দিত করবে,
সেই বিকেলেই তার লালচে আলোয় আমাকে বিষন্নতার
মূখোমুখি দাঁড়িয়ে আন্ধকারে হারিয়ে যেতে হবে।
সেই বিষন্ন সন্ধ্যায় আবার যখন আলোর
দেখা পাবো। ঐ রূপালী আলোয়
তখন আবার আমি আনন্দিত হবো।
কিন্তু প্রকৃতির লীলা খেলায় যখন
আমার মাথার উপরের বিশাল পর্দা
অন্ধকারের সাথে এক হয়ে আমার চোখে ধরা দেবে
রূপালী আলোর জন্য তখন আবার বিষন্ন হবো!
বিষাদে ভরে উঠবে আমার মন।
আসলে আমার কোনটা চাই???
সূর্যের ঐ প্রখর চোখ ধাঁধানো আলো?
নাকি পড়ন্ত বিকেলের আদর মাখানো আলো?
নাকি ঐ রূপোর থালার মত বিশাল চাঁদের
মমতা মাখানো আলো??
আসলে আমার একটা কিছু হলেই হল!
অন্ধের মত সারাজীবন আমরা অন্ধকারে
বাসা বাধঁতে পারি, পারি বর্ণান্ধের মত
এক রঙ্গা জীবন নিয়ে পৃথিবীর বুকে
সুখের নীড় বাধঁতে।
দেখ দেখ আমি অন্ধ হয়েও বেঁচে আছি।
চলার ক্ষমতা কেড়ে নিয়েছো তুমি
তবুওতো বেঁচে আছি।
সবাই বলে দুহাত তুলে প্রার্থনা করতে!
আমার সেহাত দুখানিও কেড়ে নিয়েছো!
তবুও কি আমি মরে গেছি।
ইচ্ছে করলেতো মরে যেতে পারতাম!