অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচই জিতছে। ১০০ রান করে কে জেতাইছে?
দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ একটা ম্যাচই জিতছে । ৮৭ রান করে কে জেতাইছে?
পূর্ন শক্তির শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। সর্বচ্চো রান ছিল ৫১। কার?
টিটোয়েন্টি ম্যাচে কোন টেস্ট টিমের বিপক্ষে প্রথম জয়ে ম্যান অফ দা ম্যাচ (৬১ রান ২৭ বলে) কে?
টানা ৫ বছরে (১৯৯৯ - ২০০৪) লাগাতার ৪৭ ওয়ানডে ম্যাচ হারার বিশ্বরেকর্ড গড়ার পর বাংলাদেশ প্রথম ম্যাচ জিতিয়েছে (৫১ রান ৩২ বলে, পুর্নশক্তির জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র জয়) কে?
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বচ্চো ইনিংসটি (১৫৮ রান বিপক্ষ ভারত) কার?
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম সময়ে (২৬ মিনিটে) অর্ধশত রান করার বিশ্বরেকর্ড কার দখলে?
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে (১৭ বছর) শত রান করার বিশ্বরেকর্ড কার দখলে?
টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম বলে (২০ বলে, প্রাক্তন বিশ্বরেকর্ড) হাফ সেঞ্চুরি কে করেছে?
বাংলাদেশের পক্ষে ২য় সর্বচ্ছো রান কার ? (এত দিন ১ম ছিল)
বাংলাদেশের কোন খেলোয়ারের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে শচীন টেন্ডুলকার এবং স্টিভ ওয়াহ তাদের গ্লাভস উপহার দিয়েছিলেন?
&
বাংলাদেশের কোন ব্যাটসম্য্যন যার গড় রান ২৩ হওয়ার পরেও সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, রবি শাস্ত্রী, গ্রান্ট ফ্লাওয়ারদের মত লোকেরা “most talented batsman of Bangladesh” বলে অভিহিত করেন?
তাঁর সাথে নাকি আবার জুনায়েদ/ইমরুল/রকিবুল/ মাহমুদুল্লাহ/মুশফিক এদের তুলনা করা হয়!। এরা নাকি তাঁর চেয়ে ভাল খেলোয়ার।
জুনায়েদের গড় কত ? ২৩! ইমরুলের ? ২৯, টেস্টে ১৭! মুশফিকের? ২৫!
রকিবুলের? ২৭ টেস্টে ১৯! নাইমের? ২৪! অলকের? ১৯! টেস্টে ১৭!
এরা সবাই ৫০/১০০ করে ম্যাচ খেলেছে। ম্যাচ কম খেললে গড় রান বাড়িয়ে নেয়া তুলনামূলক সোজা।
একটা ম্যচ ভাল খেললেই গড় অনেকখানি বেড়ে যায়। এদের বাড়ে না কেন?
ধারাবাহিকতা? সাকিব বাদে আর কোন খেলোয়ারের ধারাবাহিকতা আছে?
মুশফিকের অবশ্য প্রায় প্রতি ম্যচে ১/২ টা করে ক্যচ/স্ট্যাম্পিং/ রানআঊট মিস করার ধারাবাহিকতা আছে :-)
তাকে নিয়ে কেন এত নাটক? কেন ম্যাচের আগেই জানিয়ে দেয়া হয় খারাপ করলে বাদ? এমন করলে কেউ ভালো খেলতে পারে কখনো? তাকে কেন তেমন কেউ ধারাবাহিক নেই বলেই দলে নেয়া হয় বাধ্য হয়ে?
|
Who iz He ?!?
Courtesy: Cricket Bangladesh
জানি আপনারা অনেকে অনেক কথা বলবেন। কিন্তু আমি তাদের প্রতি কথার সাথে একমত। অ্যাশ বাংলাদেশকে ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, ইনশাল্লাহ এখনঅ অনেক কিছু দেয়ার বাকি আছে।