তুই বিশ্বজয়ী
স্বপ্নগুলো
সাহারার বালুর মতো
সাইমুম ঝড়ে উড়ে যায়।
পেশীতে নেই তেজ
বোবা কণ্ঠ
ব্যথাতুর চাহনি-
সে নারী।
হাতুড়ির আঘাতে
যে স্বপ্ন বোনার চেষ্টা করে
বাবুই পাখির মতো।
ইট ভেঙ্গে রোদে পুড়ে
ঝুড়ির বোঝা মাথায় তুলে
অট্টালিকা গড়ে।
ঠাই হয় পদতলে
আহা কি নিয়ম।
বেলা আর অবেলা
বীজ বুনে ফসলের
মাঠের পর মাঠ ঢাকে
এতো টুকু আশায়।
লাভ কি বা হয়?
পুঁজিবাদ আর আমলার
জাঁতাকলে পিষ্ট-
তাদের কোমল
কতক কাহিনী আকুতি
কতক... বাকিটুকু পড়ুন