অচল অসাড় প্রাণহীন স্তব্ধ
পাথরের মূর্তির মতো বসে আছি,
সেই কখন, তোমারই প্রতিক্ষায় একাকী।
তুমি আসবে, পাশে বসে মিষ্টি করে―
কখন বলবে, ‘কেমন আছ।’
আধুনা তোমায় অন্যমনস্ক লাগে,
আজ তোমার দৃষ্টি অপ্রস্তুত দেখে
রাতের আঁধারে পালিয়ে যাওয়া
দিনের আলোর মতো―
নিজেকে লুকিয়ে রাখি।
তবু, স্বপ্নের তরীটি
বুকের অকূল সমুদ্রে আজও
নোঙর হয়ে আছে।
দিন যাচ্ছে বৈকি; জীবনও যাবে
এক রকম।
শুধু থেকে যাবে,
নির্যাতিতা, লুণ্ঠিতা এক যুবতীর;
সর্বস্ব হারানোর করুণ বুকফাটা―
বোবা কান্নার মতো,
তোমার মুখে না বলা;
ছোট্ট একটি কথা―‘কেমন আছ।’
২৫.০৮.১৯৯৮ ইংরেজি, বিএম রোড, খুলনা।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০০