(১)
আমরা বাংলাদেশের যুবকদল
গড়বো নতুন সৈন্যদল,
সত্য ন্যায়ের অস্ত্র নিব
নাইবা থাকুক অন্যবল।
আসবে যত ঝড়বাদল
আঁকিয়া বাকিয়া চল সকল,
ওই উঠেছে নতুন রবি
সামনে আলো সমুজ্জ্বল।
(২)
হাতেনে মৃত্যুসুধা ; মিটিবে সকল ক্ষুধা
চল্ ছুটে চল্ সিন্ধু পানে,
দেরেদে পাল খুলে; হাতেনে বৈঠা তুলে
ডাক এসেছে সিন্ধুযানে।
দিতে আজ হবেই পাড়ি; খুলেদে দড়াদড়ি
নতুন দেশেরই সন্ধানে,
গড়বো দেশ সবাই মিলে; অতীতের ভ্রান্তি ভুলে
ডাকে সব দেবে সাড়া মোদের টানে।
জোরেতে হচ্ছে রাজা; তাকে আজ দিব সাজা
ভাঙ্গবো মাজা মেরে লাথি,
সাজি আজ মুক্তিসেনা; হবো বীর বীরাঙ্গনা
চল্ ফুলিয়ে বুকের ছাতি।
থাকিলে আঁচল তলে; তাতে কি মুক্তি মেলে
ভেঙ্গে সকল বাঁধা চলবো আজি,
ছুটবো চন্দ্রযানে; বাঁধা তার কেবা মানে
দেখবো কোথায় ভোজের বাজী॥
তাং : ০১.১২.১৯৯৭ইং বয়রা, খুলনা।
*** কবিতাটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে আপনার মন্তব্য প্রকাশ করুণ। বেশি বেশি কবিতা পড়ুন, অন্যকে পড়তে সহযোগীতা করুন ।
“কবিতা হোক সবার মনের ভাষা প্রকাশের শক্ত হাতিয়ার।” -প্রিন্স ঠাকুর