তোমায় দেখিনা দিন যায় শত
বুকের জমিনে দেখি আচানক ক্ষত।
রাত এলে ঘুম নাই জেগে থাকি একা
চিন্তায় বিভোর হই, কবে হবে দেখা।
মনে পড়ে বারে বারে ভুলিতে পারিনা...
হৃদয়ে জমানো অসহ্য যন্ত্রনা ॥
আজো তুমি পাশে নেই রয়েছো দুরে
তাণপুরা বেজে যায় বিভিন্ন সুরে।
একতালে বাজেনা জীবনেরই সুর
চারিদিকে দেখি শুধু আঁধারের ঘোর।
মনে পড়ে বারে বারে বলিতে পারিনা...
মনের গহীনে জমা না বলা কথা ॥
মন জ্বলে প্রাণ জ্বলে জ্বলে পুড়ে খাঁক
জীবন পথে চলতে দেখি আচমকা বাঁক।
প্রেম বুঝি প্রেম খুঁজি বোঁঝাতে পারিনা
কবে পাবো ভালবাসা আজো তা জানিনা।
আশা আসে আশা ভাঙ্গে ভেঙ্গে চুরে শেষ
শান্তনা আজো বুকে এই আছি ভাল বেশ।
মনে পড়ে বারে বারে বোঁঝাতে পারিনা...
না পাওয়ার যন্ত্রনায় বেঁচে আছি একা ॥
তাং: ০১.১২.২০১৪ খ্রীষ্টাব্দ, বনানী, ঢাকা।
“কবিতা হোক সবার মনের ভাষা প্রকাশের শক্ত হাতিয়ার।” -প্রিন্স ঠাকুর
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৭