তুমি আমায় বাসিবে না ভালো জানি
স্মৃতিখানি তবু মোর চিতে রবে জেগে,
দূর থেকে যদি দাও শুধু হাতছানি
স্বপনে তোমায় রাঙ্গাইব অনুরাগে।
যতই দূরে ঠেলিবে আমায় তুমি
ততই তোমার কাছে কাছে আমি রব,
আকুল হৃদয়ে কাটাবো দিবসযামী
সজল নয়নে বিরহ-বেদনা সব।
সাথী হারা হয়ে রইব আর কত দিন?
তোমার মধুর সুরেলা কণ্ঠধ্বনি,
আর কতকাল করিবে আমায় দীন
আর কতকাল শুনাবে আশার বাণী?
কোন অপরাধে ভুলে যাও তুমি মোরে
কোন ভুলে আজ ছলাকলা তব হেন?
আমি তো তোমায় দিয়েছি উজাড় করে
মন-প্রাণ আর হৃদয়-পদ্ম যেন।
তাং : ১১.০৯.১৯৯৭ইং- বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।