জানি আপনারা অনেকেই, বলতে গেলে প্রায় সবাই ই বলবেন ফেক। আমিও
জানি না, রিয়েল নাকি রিয়েল না। তবে আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে বিশ্বাস যোগ্য। কিছু ব্যাপার আছে যেগুলোর সত্য মিথ্যা উদঘাটন আমাদের না করাই ভাল । অন্যথায় আমাদের সমাজ ব্যবস্থায় ভীষন খারাপ প্রভাব পড়তে পারে। আমাদের বিশ্বাস, চিন্তা ভাবনা সব কিছু উলট-পালট হয়ে যেতে পারে।
এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার ভাল লেগেছে। আমি ছোট বেলা থেকেই UFO-র প্রতি আকৃষ্ট। আমার ভাল লাগত মনে হত রূপকথার রাজ্য। ছোট বেলায় লাইব্রেরীতে গিয়ে UFO-র বই পড়তাম। তবে এখন আর বই পড়ি না। এখন নেটে ঘাটাঘাটি করি। এখনও ভাল লাগে এই ধরনের ঘটনাগুলো পড়তে।
তবে বৈজ্ঞানীক দিক থেকে বললে, UFO ৮০% - ৯০% ফেক। এর অনেক অনেক প্রমান ও এর ব্যাখ্যা আছে। তবে যদি আমাদের গ্রহে বা আমাদের সোলার সিস্টেমের কোথাও বাসস্থান তৈরী করে তাহলে তাদের রিয়েল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে আমাদের সোলার সিস্টেমের বাইরে থেকে আসা যাওয়া করলে এত দ্রত কোন ভাবেই পৃতিবীতে আসতে বা যেতে পারবে না। তা সে যত দ্রুত গতির যানই হোক না কেন। কারণ কোন যানই আলো গতিবেগের চেয়ে দ্রুত চলতে পারবে না। যদিও আলো সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যায়।
আর হ্যাঁ এলিয়েন আমাদের গ্রহে কি করে? অনেক গল্পই অাছে বা বলতে পারেন সত্য ঘটনা যেমন পাইলট অপহরণ, সাধারন মানুষ অপহরন, নৌকার মাঝি অপহরণ ইত্যাদি ইত্যাদি। আর এই টাই একমাত্র রহস্য যা আমরা উদঘাটন করতে পারলাম না।
আসলে এর রহস্য কিন্তু উদঘাটন হয়ে গেছে অনেক আগেই। তবে সেগুলো ধামাচাপা দিয়ে দেওয়া হইছে। যেমন এরিয়া ৫১, নেভাডা, অ্যামেরিকা। এবং সম্প্রতি ইউএস স্বীকার করেছে যে, এরিয়া ৫১ আছে এবং এরিয়া ৫১ ই বিভিন্ন সিক্রেট বিষয় নিয়ে গবেষনা চলতেছে।
এছাড়াও মেক্সিকো সরকার, ব্রাজিল সরকার এই বিষয় গুলো ধামাচাপা দিয়ে দিয়েছে।
তবে আপনি বাংলাদেশে UFO দেখতে পারবেন না। কারণ যত UFO দেখা গেছে তার মধ্যে প্রায়ই সবই মেক্সিকো, ব্রাজিল, দক্ষিন আমেরিকা ইত্যাদি জায়গায় তথাৎ পৃথিবীর মধ্য বর্তী অঞ্চলগুোতে দেখা গেছে।
চাইলে আপনারা নিচের লিংকগুলোতে আরও বিস্তারিত পড়তে পাড়বেন
http://www.ufoevidence.org/
http://www.mufon.com/
http://www.ufosightingsdaily.com/
http://www.ufocasebook.com/
http://www.realufos.net/
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪