1। কম্পিউটার রান হয় না
সমাধান: পাওয়ার বাটন প্রেস করার পর যদি আপনার কম্পিউটার রান না করে তাহলে সবার আগে পাওয়ার কট, ব্যাটারী বা চার্জার চেক করেন। এরপর পাওয়ার সাপ্লাই চেক করতে পারেন (ডেক্সটপ )
2। পিসি বা ল্যাপটপ রান করে বাট কালো স্কিন
সমাধান: সর্বপ্রথম ভিজিএ ক্যাবল চেক করেন এবং ভালভাবে টাইট করে লাগান, এছাড়াও মনিটরের পাওয়ার আছে কিনা ভালভাবে লক্ষ্য করুন(ডেক্সটপ)। এরপর র্যাম চেক করেন কারণ র্যাম আপনার মনিটরের যাবতীয় ইলিমেন্ট ধরে রাখে। অতঃপর প্রসেসর চেক করতে পারেন সাথে সাথে গ্রাফিক্স কার্ড বা মার্দারবোর্ড চেক করুন। গ্রাফিক্স ড্রাইভার আনইনস্টল করে আবার ইনস্টল করুন অবশ্যই আপনার মার্দার বোর্ডের ড্রাইভার ইনস্টল করবেন। না জেনে অন্য ড্রাইভার ইন্সটল করবেন না।
3. ল্যাপটপ হঠ্যাৎ করে বন্ধ হয়ে যায় == : ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটি মারাত্বক সমস্যা, ধরুন আপনি একটা গুরুত্বপূর্ন কাজ করতেছেন এমন সময় ল্যপটপ অথবা পিসি হঠাৎ অফ হয়ে গেল, আপনার কেমন লাগবে মনে হবে উহঃ কাজটা যদি সেভ করতাম ! তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এর কিছু ব্যাসিক সমাধান।
ক) ল্যাপটপ কোন সময়ই বিছানার উপরে রেখে চালাবেন না। বিশেষ করে যদি কোন নরম বালিশ, কোম্বল, লেপ বা অন্য কিছু। এতে ল্যাপটপের নিচের হওয়া চলাচল বন্ধ হয়ে যায় এবং ল্যাপটপ হঠাৎ রিস্টার নেয় বা অফ হয়ে যায়।
খ) ল্যাপটপের হওয়া চলাচল স্থানে স্টিকার বা অন্য কোন কিছু আঠা দিয়ে লাগাবন না। হয়তবা আপনার মনে হতে পারে যে, এই অংশটা বেশি গরম হয়ে যায়, কোলের উপর রাথতে সমস্যা হয়। তাই এখানে একটা মোটা কাগজ বা টেপ লাগিয়ে দেই।
গ) ল্যাপটপের জন্য কুলিই ফ্যান ব্যবহার করুন, এতে ল্যাপটপ ঠান্ডা থাকবে ও ভাল স্পীড পাবেন।
ঘ) অন্যের ড্রাইভর ব্যবহার করা থেকে সম্পূর্ন বিরত থাকুন, আপনার ল্যাপটপের ড্রাইভার সিডি ব্যতীত অন্য ড্রাইভার খুব সাবধানে ব্যবহার করুন। হঠাৎকরে ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ ড্রাইভার সমস্যা। ড্রাইভার ইরর বা পুরনো ড্রাইভার ব্যবহার থেকে বিরত থাকুন। অনেক সময় সিস্টেম ড্রাইভার ইনস্টল নিতে চায় না , আমরা অনেকে জোর করে ইনস্টল দেই। যেমন ইনস্টল এনিওয়ে।
ঙ) অন্যান্য সমস্যার কারনেও ল্যাপটপ বা পিসি হঠাৎ বন্ধ বা অফ হয়ে যেতে পারে বা রিস্টার নিয়ে থাকে। যেমন ভাইরাস এর জন্য, পাওয়ার সমস্যা, কুলিই ফ্যানে অতিরিক্ত ময়লা জমা, সফটওয়্যার সমস্যা, এছাড়াও হার্ডওয়্যার সমস্যা, কোন যন্ত্রাংশ শর্ট থাকলে পিসি হঠাৎ অফ হয়ে যায়।
“ভাল লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না”
এছাড়াও আপনার যাবতীয় পিসি বা ল্যাপটপের সমস্যা সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন।
Live PC & Web Servicing
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৫৬