তুমি তরুন?
এখনিতো যুদ্ধ করার সময় তোমার
হে অশান্ত, হও প্রতিশোধের অরুন।
হে বিশ্ব বিজয়ী, গর্জে ওঠ, তুমি তো কন্ঠ বিধাতার
তোমার গগন বিদারী হুংকারে কাঁপাও আবার
তোমার কন্ঠে নিত্য বাজাও ইস্রাফিলের শিঙ্গার সুর
সম্মুখে হিমালয় দেখে তুমি থেমো না
তোমার যাত্রা তো বহুদূর।
হে সাইক্লোন, শুনতে পাও না
অত্যাচারীদের অট্টহাসি
এক মা রাস্তায় বসে ভিক্ষে করছে,
আরেক বোন ইজ্জত নিয়ে লড়ছে
কেন? কেন? তাদের গলায় এ মিথ্যে ফাঁসি।
হে তরুন! তোমার রক্তে জাগাও প্রশান্তের
---দিকবিজয়ী ঢেউ
ঐ অত্যাচারীদের বিঁষদাত ভেঙে দাও
স্বার্থপর শোষকদের গদিতে আগুন জ্বেলে দাও
জাগো! তোমাদের রুখতে পারবেনা কেউ।
হে তরুন! তুমি কি দেখছনা,
গনতন্ত্রের নামে চলছে স্বৈরাতন্ত্র
অর্থলোভীদের যাতাকলে গরীব ধুঁকে ধুঁকে মরছে
শয়তান হেসে হেসে পড়ছে তার মন্ত্র।
হে তরুন! এখনিতো যুদ্ধ করার সময় তোমার
সত্যের ঝান্ডা হাতে নিয়ে,
প্রয়োজনে রক্ত দিয়ে—
মিথ্যাকে চিরতরে ভেঙে কর চুরমার
এখনিতো যুদ্ধ করার সময় তোমার।
----------০০০---------