তুমি নিজেকে ‘মানুষ’ বলে দাবি করো
কিন্তু তোমার মনুষ্যত্ব কোথায়?
তুমি নিজেকে ‘শ্রেষ্ঠ জীব’ বলে বড়াই করো
কিন্তু পশুতে আর তোমাতে তফাৎ কোথায়?
তোমার চোখে কোন পর্দা পরেনি
তবুও তুমি দেখতে পাওনা!
তোমার মুখে কোন বাঁধন নেই
তবুও তুমি বলতে পারনা
তোমার উন্নত মস্তিষ্ক আছে,
কিন্তু প্রয়োগ নেই।
তুমি বোবাও নও.........তুমি কে?
তুমি একটা যন্ত্র মাত্র
কারন যন্ত্র আর তোমাতে কোন পার্থক্য নেই
যন্ত্র জ্বালানী খায় আর তুমি খাও ‘ঘুষ’।
‘ঘুষ’ মানে এক বান্ডেল টাকা
তুমি এটাকে বল ‘উপহার’
ঐ টাকাই তোমাকে সাজিয়ে তোলে
দিয়ে রং বেরং এর বাহার
এটাইতো তোমার আহার।
টাকাকে তোমার পিছনে ঘুরতে দাওনা
বরং তুমিই ঘুরো টাকার পিছে
ভাবো, টাকা ছাড়া তো তোমার সব মিছে।
তোমার চাওয়া পাওয়ার শেষ নেই
কোন কিছুতে তোমার শুকরিয়া নেই
সহস্র লোভের মাঝে তুমি হারিয়ে গিয়েছো
তোমার নিজস্ব কোন শক্তি নেই
তুমি সত্তাহীন মানুষ। তুমি একটা যন্ত্র
রিমোট কন্ট্রোলের সাহায্যে চলো
তোমাকে যা বলতে বলা হয়, তুমি তাই বলো
তুমি নাকি সভ্য। অথচ অসভ্যর উৎস!
তুমি অন্যের, তুমি লোভের বৎস
তোমাতে তুমি নেই---
তাহলে তুমি কে?