আজ ১২-সেপ্টেম্বর, ২৮শে ভাদ্র
| সময়ের চেয়েও
এগিয়ে থাকা কালজয়ী একজন
উপন্যাসিক বিভূতিভুষণ
বন্দোপাধ্যায় এঁর ১১৮ তম জন্মদিন |
তাঁর জন্ম-১২ সেপ্টেম্বর ১৮৯৪
মৃত্যু-০১ সেপ্টেম্বর ১৯৫০
তার লেখা উপন্যাসগুলো
১। পথের পাঁচালি (১৯২৯)
২।অপরাজিত (১৯৩১)
৩।দৃষ্টি প্রদীপ (১৯৩৫)
৪।আরণ্যক (১৯৩৮)
৫।দেবযান (১৯৪৪)
৬। আদর্শ হিন্দু হোটেল (১৯৪০
৭। তৃণাঙ্কুর (১৯৪৩)
৮।ইছামতি (১৯৫০)
৯। অশনি সংকেত (১৯৪৪-
১৯৪৫)
আর একটা আছে কিশোর উপন্যাস...
চাঁদের পাহাড়... ওফফফ...
এইটা যে একবার পড়তে ধরবে,
আমার দৃঢ় বিশ্বাস শেষ
না হওয়া পর্যন্ত
সে উঠতে পারবে না... উঠলেও অন্য
কোথাও মনযোগ দিতে পারবে না |
যাদের
ট্রেজার আইল্যান্ড,
মবিডিক,
জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ,
থ্রি মাস্কেটিয়ার,
রবিনসন ক্রুসো,
এডভেঞ্চার অব টম সয়ার
এই টাইপ কিশোর ক্লাসিক
গুলো পড়া আছে, তারা বেশ ভাল
ভাবেই বুঝতে পারবে যে এটা কোন
পর্যায়ের কিশোর ক্লাসিক |
আমি তো পড়ে মুগ্ধতার চরম
শিখরে পৌছে গেছিলাম |
আর আছে "পথের পাঁচালি" |
এটা নিয়ে অনেক বিশ্লষণ
আমরা পত্রিকায় প্রায়ই পড়ি, তাই
বেশী কিছু বলব না |শুধু বলব, '
যতদিন বাংলা সাহিত্য থাকবে,
ততদিন "পথের পাঁচালি" ও থাকবে'
"দেবযান" একটু আধিভৌতিক |
"আদর্শ হিন্দু হোটেল"
পড়তে পড়তে যে কখন তার
মধ্যে ঢুকে গেছিলাম টেরই পাই
নাই |
"আরণ্যক" প্রথমে মাথার উপর
দিয়ে গেছে । তারপর এমন
মজা পেয়েছিলাম... আর কিছু বলব
না
অন্য গুলা এখনও পড়ি নাই