ইতি মধ্যে বহুবার কতৃপক্ষের কাছে মেইল করিছি কোন রিপ্লাই নাই।
আবার প্রফাইলে বইল্যা দিছে "আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে।"
আমি নিরাপদ ব্লগার। কই আমার লেখাতো প্রথম পাতায় দেখা যায় না।[/sb
কথা হইল তারা আমারে যে শাস্তিই দেক না কেন সেটার মেয়াদ উল্লেখ থাকে না। আমার শাস্তির মেয়াদ তো জানার আমার অধিকার আছে।
কেউ কি বলতে পারবেন কমেন্ট ব্যান করলে সেটার মেয়াদ কতদিন থাকে?
আফসোস কিছুই নীতিমালাতে উল্লেখ নাই।
সামুর নীতিমালা আছে, আইন আছে শাস্তি আছে, কিন্তু শাস্তির মেয়াদ উল্লেখ নাই।
এটা মস্ত বড় অপরাধ। অন্যায় করার জন্য এটা পথ খোলা রাখা হইছে। যারে খুশি যতদিন ইচ্চা মত যাতে শাস্তি দেয়া যায়।
এই অন্যায়ের প্রতিবাদ করলাম।
আজও সামুরে মেইল দিসি..নিচের মত কইরা।
জনাব মডারেটর,
আমাকে গত ৫মাস ধরে কমেন্ট ব্যান করে রাখা হয়েছে। ইতি পূর্বে বহু বার আপনাদের কাছে অনুরোধ করা হয়েছে কমেন্ট ব্যান তুলে নেবার জন্য। অথচ আজ পর্যন্ত ব্যান তুলে নেয়া হয় নাই।
দয়া করে এই নিকের উপর কমেন্ট ব্যান তুলে নিন।
আর তা না হলে দয়া করে জানান আর কতদিন আমাকে কমেন্ট ব্যান করে রাখা হবে।
যে কোন শান্তির একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, আশা করি আমার শান্তির মেয়াদ জানার অধিকার আমার আছে।
ধন্যবাদ।
গুরু তুমি মহান, তোমারে করি প্রমান
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৮