বাংলালিংন্ক নাকি অনুভূতির নেটওয়ার্ক। আমার জীবনটা তামা কইরা ফেলাইতেছে। এর থেকে মুক্তির উপায় জানা থাকলে প্লিজ কেউ জানান।
আমার অনুভূতি ফালা ফালা কইরা ফেলাইতেছে। পাগল হওনের দেরী নাই।
ঘটনা শুরু হইছে পহেলা বৈশাখ থেকে। সকালেই দেখি মোবইলের স্ক্রীনে Information নামে একটা মেসেজ ভাসতাছে, (এইটা এস এম এস না।) ওই স্ক্রীনের নীচে লেখা Shuvo Noboborsho. সারাটাদিন মসেজ টা অটো আসতেছে, আর ডিলিট করলেই ১ মিনিট পরে আসতে থাকলো। আমি ডিলিট করি ওই শালা একটু পরে আবার আইস্যা হাজির। কি যন্ত্রনা... আবার ডিলিট আবার হাজির... ডিলিটা করতে করতে হাত ব্যাথা হইয়া গেলো।
বছরের পয়লা দিনটাই খারাপ গেলো।
বছরের শুরুটা যখন খারাপ দিয়া শুরু হইছে, সাতরাং সারা বছর তো খারাপই যাইবো। গত কয়দিন ধইরা শুরু হইছে... নতুন লেখা আসা শুরু করছে একন লেকা থাকে Call 7676 for krishi.
আরে বাল আমি কৃষি দিয়া কি করুম? আমার বাপ দাদা চোদ্দ পুরুষের মধ্র্যে কেহই এখন আর কৃষি কর্ম করে না। যারা করতো তারা কব্বরে চইল্যা গেছৈ।
যন্ত্রনার নতুন একটা রুপ আছে সেইটা হইলো মাঝে মাঝে আবার নতুন লিখা আসে... Call 5858 for songs!
এই যন্ত্রনা থেকে মুক্তির উপায় কারো জানা থাকলে দয়া কইরা অধমরে জানাান।
যাতে কইরা একটু শান্তিতে থাকলে পারি... সমাধান পইলে নিচের মতো কইরা নাচমু আর নাচামু...
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১০ সকাল ১১:৩১