কথা হইল এই দুইটা আগে এক সাথে সেটাপ দেই নাই। ক্যামনে সেটাপ দিমু?
প্রথমে কোনটা সেটাপ দিমু? উইন্ডোজ না উবানুটু?
হার্ড ডিস্ক পার্টিশন কোনটা মিনিমাম কত হইতে হবে?
ল্যাপঠাপের ড্রাইবার কই পামু? এতোদিন তো ল্যাপের সাথের বেকাপ জিপ ফাইলটা দিয়া এক সেটাপেই ড্রাইভার সহ ভিসতা সেটাপ দিতে পারতাম। নতুন কইরা কোনো ড্রাইভার ইষ্টল দিতে হইতো না।
সুতরাং উইন্ডোজ-৭ এর সেটাপের পর কি ড্রাইভার সেটাপ দিতে হইব না অটো ড্রাইভার পাবে?
অটো ড্রাইবার না পাইলে ড্রাইভার কোথা থেকে সংগ্রহ করব?
আামার ল্যাপের মডেল Compaq Presario CQ50
টেকি ভাইয়েরা হেল্প করেন।
দয়া কইরা সব প্রশ্নের উত্তর ধইরা ধইরা দিয়েন।
অগ্রিম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৮