নিউজ টা পইরা, দেশবাসি আতঙ্ক গ্রস্থ।
আর আমি পাইলাম আশার আলো। কই থেক্কে? একটু দাড়ান আনে নিউজটা মন দিয়া পইড়া আসেন, আমার মতো কিছু ইশারার আলো দেখতে পাইবেন।
আমি কোন ইশারা পাইছি? সেইটা যারা বুঝেন নাই তাদেরকে ক্লিয়ার কইরা কইতাছি।
সেইটা হইলো "বাবা-মা মেয়ের ছেলে বন্ধুরে নাকি রাতে ঘরে জায়গা দিছে থাকার জন্য, শুধু তাই না পুলার আব্দারে কাতর হইয়া তারে নাকি ৫০ হাজার টাকার চেকও লিইখ্যা দিছিলো।"
আপসুস এই রকম মেয়ে বন্ধু জীবনেও একটা পাইলাম না....
যদি পাইতাম ধন্য হইতো আমার এই ক্ষুদ্র জীবন।
তবে সেই কুলাঙ্গারটার মতো বান্ধবীর বাবা মা কে আহত করিতাম না বরং মাথায় তুলিয়া নাচিতাম।
তারপরেও আশায় আছি, একটা যখন পাওয়া গেছে, আরো নিশ্চয় আছে।
I can see light, end of the tunnel...
কবি বলেছিলেন...
"যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখো তাই
পাইলেও পাইতে পারো
অমূল্য রতন"....
আমি গুরুর আর্শিবাদ নিয়া বাচিয়া আছি।
গুরু যদি খুশি হইয়া এই রকম আর্শিবাদ করেন, তাইলে কপালে জুটলেও জুটতে পারে... সেই আশায় বাচিয়া থাকিতে চাই বান্ধবী ভূবনে।
গুরু তোমারে সালাম।
বিঃ দ্রঃ এইটা আমার প্রথম লিখা, সাবার আর্শিবাদ প্রার্থী।
{ ২ সপ্তাহ হইয়া গেছে, মডারেটর এখনো আমারে কমেন্ট দেওয়ার পার্মিশন দেন নাই। জনাব মডারেটর এই অধমের দিকে একটু নজর দিয়েন।
নীতিমালা অনুসারে ৭ দিন পরেই উক্ত পারমিশন পাওয়ার কথা। রিপোট করছি, এখনো ফল পাই নাই। }
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪৮