কৃষকের গলায় ফাঁসি
০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহীদুল ইসলাম প্রামানিক
ধান কাটার পর কৃষকগুলোর
গলায় পড়ছে ফাঁসি
ধানের মূল্য কম হওয়াতে
মুখে নাই আর হাসি।
সাড়ে তিনশ’ ধানের মূল্য
তবু নেয়না কিনে
কেমনে দিবে শ্রমের মূল্য
টাকা পয়সা বিনে?
হায়! হায়! হায়! করছে শুধু
মাথায় দিয়ে হাত
ধান চাষেতে পোষায় না আর
নিদ্রা বিহীন রাত।
মণ প্রতি ভাই খরচ যত
ততও যদি পায়
সেই টাকাতেই খুশি হয়ে
আনন্দে গান গায়।
কিন্তু এখন খরচের চেয়ে
ধানের মূল্য কম
হা হুতাসে কৃষক সমাজ
ফেলছে শুধু দম।
নিজের টাকায় ফসল করে
যদি না পায় দাম
কি লাভ তাদের মিছামিছি
ঝরিয়ে দেহের ঘাম?
টাকা যাবে শ্রম যাবে
অর্ধেক মূল্য পাবে
দু'দিন পরে কৃষকরা তো
জমি বেচে খাবে।
কৃষক যদি লোকসান খায়
আবাদ দিবে ছেড়ে
সামনে দিনে খাদ্য ঘাটতি
দ্বিগুণ যাবে বেড়ে।
অধিক কমে ফসল বেচা
শুভ লক্ষণ নয়
কৃষক মরলে দেশের ক্ষতি
এইটা হলো ভয়।
বেতন বাড়ে ভাড়া বাড়ে
ধানের মূল্য কমে
দুর্ভিক্ষের ভাব আসলে পরে
টানবে কিন্তু যমে।
ক্ষুধার রাজ্যে টাকা পয়সায়
কাজ হবে না ভাই
অনাহারে থাকবেন শুয়ে
জানটা দেখবেন নাই।
(উত্তরাঞ্চলে ধানের মূল্য ৩৬০/- টাকা মণ। সরকার ধানের মূল্য ৮৮০/- টাকা নির্ধারণ করে দিয়েছে। সরকারের নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না। কৃষকরা ধান নিয়ে বিপাকে পড়েছে। তাদের উৎপাদন খরচ উঠছে না।)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
রাজীব নুর, ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫
শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
প্রামানিক, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
শহীদুল ইসলাম প্রামানিক
১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।...
...বাকিটুকু পড়ুন ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত আওয়ামী লীগের ওপর যে নির্যাতন চালিয়েছে, গত ১৫ বছরে (২০০৯-২০২৪) আওয়ামী লীগ সুদে-আসলে সব উসুল করে নিয়েছে। গত ৫ আগস্ট পতন হয়েছে আওয়ামী...
...বাকিটুকু পড়ুন