২০১০ সালে মুক্তি পাওয়া সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ফ্যামিলি ড্রামা এবং স্পোর্টস (বক্সিং) মুভি “দ্যা ফাইটার”। ডেভিড ও রাসেল পরিচালিত ১১৫ মিনিট দীর্ঘ এই মুভিতে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেলে (ডিকি), মার্ক ওয়ালবার্গ (মিকি), অ্যামি অ্যাডামস (শারলিন), মেলিসা লিও (অ্যালিস)সহ অনেকেই।
চরিত্রের প্রয়োজনে শরীরের উপর স্টীম রোলার চালানো ক্রিশ্চিয়ান বেলে বরাবরের মত অসাধারণ। এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারী সব কিছুতেই অন্যান্য। অস্কার বগলদাবা করেন সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে।
যখন হোয়াইটস্ন্যাকের হেয়ার আই গো অ্যাগেন গায় তখন তো বেশী সেরা লাগে।
মুভি মূল চরিত্রে মার্ক ওয়ালবার্গ অভিনয়ও ছিল নজরকাড়া। চরিত্রের খুব গভীরে নিয়ে গিয়েছেন নিজেকে।
এই মুভিতে পার্শ্ব অভিনেত্রী হিসবে অস্কার লুফে নেন মেলিসা লিও। অ্যালিস চরিত্রটি অন্যতম চমক এই মুভির।
আইএমডিবিঃ ৭.৯/১০
মেটাক্রিটিকঃ ৭৯%
রটেন টমেটোসঃ ৯০%
আমারঃ ৮.৫/১০
প্লটঃ
ডিকি সাবেক বক্সার। নেশা এবং অনিয়ন্ত্রিত জীবন যাপনে অভ্যস্ত ডিকি কখনো চ্যাম্পিয়নশীপ জিততে পারে নাই। ডিকির ছোট ভাই মিকি। মিকিকে ছোটবেলা থেকেই বক্সিং এর খুঁটিনাটি শেখাচ্ছিল ডিকি। বেড়ে উঠা মিকির ট্রেনার হিসেবে সেই পুরোনো ডিকি এবং ম্যানেজার অ্যালিস যিনি মিকি ডিকির মা। মিকির ভালো লেগে যায় বারটেন্ডার শারলিনকে। এক আন্ডারকার্ড ফাইটের দিন মিকির প্রতিপক্ষ অসুস্থ হয়ে যায় এবং তার পরিবর্তে যাকে রিপ্লেস করা হয় সে মিকির চেয়ে ২০ পাউন্ড বেশী যেটি প্রফেশনাল বক্সিং এর জন্য বিরাট পার্থক্য। ডিকি এবং অ্যালিস মিকিকে ফাইটটা করতে রাজি করায় এবং মিকি পরাজিত হয়। তারপরেও মিকি বক্সিং থেকে সরে যায় এবং শারলিনের সাথে সম্পর্ক গড়ে। ...............
ডিকির অনিয়ন্ত্রিত কাজ কর্মে শারলিন এবং মিকি-ডিকির বাবা মিকির জন্য নতুন ম্যানেজার এবং ট্রেনার ঠিক করে। ভাই ডিকি এবং মা অ্যালিসকে বাদ দিয়ে নতুন ম্যানেজার এবং ট্রেনার নেওয়াতে শুরু হয় পারিবারিক কলহ।
কমেডি, রোমান্স, অ্যাকশন, ড্রামা সব এক মুভিতে পেতে এখনই দেখতে বসে যান। আর এসব কিছুর সাথে পাবেন বেশী সেরা কিছু সাউন্ডট্র্যাক। লিনিয়ার স্টোরিলাইন তাই টুইস্ট নাই বললেই চলে, তবে মজা পাবেন যতক্ষণ দেখবেন।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৫৭