২০১৩ সালে মুক্তি পাওয়া হৃদয়গ্রাহী কমেডি এবং ফ্যামিলি মেলোড্রামাটিক সাউথ কোরিয়ান মুভি “মিরাকল ইন সেল নং ৭”। ১২৭ মিনিটের এই মুভিটা পরিচালনা করেন লী হনকিয়াং। অভিনয়ে ছিলেন Ryu Seung-ryong, Kal So-won এবং Park Shin-hye।
আইএমডিবিঃ ৮.২/১০
রটেন টমেটোঃ ৯১%, অ্যাভারেজ ৪.৪/৫
আমারঃ ৯.৫/১০
মধ্যম মানসিক ভারসাম্যহীন এক পার্কিং গ্যারেজ অ্যাটেন্ডেড বাবা লী এবং তার বুদ্ধিমান মেয়ে ইয়ে সাং। মেয়েকে নিয়ে লীর পৃথিবী। বাবা মেয়ে দুজনেই গাইছে এবং নাচছে জাপানিস ওয়ারিয়র অফ জাস্টিসের থিমের সাথে। দুজনে দেখছে “সেইলর মুন” ব্যাকপ্যাক। মেয়েকে সেইলর মুন ব্যাকপ্যাক কিনে দিতে বদ্ধ পরিকর বাবা টাকা জমাচ্ছে।
একদিন লী পুলিশ কমিশনারের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়, যে পুলিশ কমিশনার সর্বশেষ সেইলর মুন ব্যাকপ্যাকটি তার মেয়ের জন্য কিনে নিয়েছে।
সর্বশেষ ব্যাগটিও কিনে নেওয়াতে দুঃখিত লী কে পুলিশ কমিশনারের মেয়ে খোঁজ দেয় অন্য জায়গার যেখানে ব্যাগটি পাওয়া যাবে। একদিন লীকে নিয়ে যাচ্ছিল সেই দোকানে কিন্তু যাওয়ার পথে একটি দুর্ঘটনায় মারা যায় মেয়েটি। মেয়েটিকে সাহায্য করতে গিয়ে জড়িয়ে যায় রেপ এবং খুনের মামলায়। তার মানসিক সীমাবদ্ধতা এবং পুলিশ কমিশনারের ক্ষমতাকে কাজে লাগিয়ে লীকে খুন এবং রেপের স্বীকারোক্তি দিতে বাধ্য করে পুলিশ। আদালত অন্যান্য প্রমান অগ্রাহ্য করে লীকে মৃত্যুদন্ড প্রদান করে এবং সবচেয়ে কঠোর সেল নং ৭ এ পাঠায়।
লীর অপরাধের ফাইল দেখে জেলের কেউ লীকে পছন্দ করে না, মারধর করে।
একদিন প্রতিদন্ধী গ্রুপের হামলা থেকে রক্ষা করে প্রাণ বাঁচায় সেলের প্রধানকে। তখন থেকে সেল প্রধান লীকে সাহায্য শুরু করে। সেল প্রধান ইয়ে সাংকে পাচার করে আনে সেল নং ৭ এ বাবা লীর কাছে। ধীরে ধীরে জেলের সবাই বুঝতে পারে যে লী নির্দোষ। সবাই এক হয়ে চেষ্টা করে লীকে নির্দোষ প্রমাণ করতে।
লীর কি হচ্ছে? মৃত্যুদন্ড কার্যকর নাকি নির্দোষ প্রমাণ??
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৩৩