প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান অনেক ইনিয়ে বিনিয়ে গতকাল এক বিশেষ মতামত সংবাদ ছাপিয়েছেন। সেখানে তিনি এ পি জে আবদুল কালাম ওরফে বোমারু কালামের জীবনের বেশ কিছু গল্প করে মুখে (কিবোর্ডে?) ফেনা তুলে ফেলেছেন।
এই বোমারু কালাম কিভাবে খরচ করত, কিভাবে ইফতার করত তা দেখবে ভারতবাসী। আমরা নই। আমাদের হিসাব করতে হবে বোমারু কালাম আমাদের জন্য কি করেছে।
এই রকেট সায়েন্টিস্ট বোমারু কালাম ইন্ডিয়ার পারমানবিক বোমার মিসাইল গবেষণার আসল লোক। আর আমরা যে কোন সময় এই বোমারুর আবিষ্কারের স্বীকার হতে পারি।
বোমারু কালামের আরেক নিলনক্সা হল ইন্ডিয়ার নদী সংযোগ প্রকল্প। যার ফলে ইন্ডিয়া তার ভেতরে প্রবাহিত নদীগুলো খাল কেটে নিজেদের দিকেই সরিয়ে নিয়ে যাবে। ২০০২ সালে ভারতের স্বাধীনতা দিবসে দেয়া এক বক্তৃতায় তিনি এই প্রকল্পের সপক্ষে কথা বলেছিলেন। মরার আগে মোদীর এই প্রকল্পের পেছনে ১০০ কোটি রুপি বরাদ্দ দেয়ায় বোমারু কালাম ব্যাপক প্রশংসা করেছিল।
আমি বলছিনা ভারত খারাপ রাষ্ট্র। কিন্তু ভারতের হাতে এই ভয়ংকর পারমানবিক বোমার প্রভাব থেকে আমরা মুক্ত? আমি বলছিনা কালাম খারাপ লোক। কালাম একজন ভারতীয়। কিন্তু তাঁর আবিষ্কার এবং প্ল্যান আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
তো এখন ফেনা তুলা মিজানের কাছে প্রশ্ন, আপনার মনে বিন্ধুমাত্র দেশপ্রেম থাকলে মাউথওয়াস কুলি করে আসুন। হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুয়ে আসুন। আমার দেশের মানুষের জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের নিয়ে লিখুন। যারা মানবতার কথা বলে তাদের কথা লিখুন।
পাগল ভণ্ড বোমারুদের কথা লিখবেন না। এরা শ্রদ্ধার মানুষ নয়। এরা মানবতার ঘৃণার পাত্র।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ রাত ২:২৫