এক্তা গল্প বলি। এক সিভিলিয়ানের কাছে শোনা।
ক্যান্টনমেন্টের এক অফিসে চুরি হৈছে। আর্মির অফিসার্রা চোর ধরতে মিটিং এ বসলো। মিটিং এ যা হৈলো তার ফলাফল এমন:
১। অফিসে কোনো সিভিলিয়ান কাজ করে? করলে সেই চোর।
২। সিভিলিয়ান না পাইলে, আনসার-পুলিশের কেউ ছিলো? থাকলে সে চোর।
৩। নাইলে নেভীর যে ছিলো সে চোর।
৪। তাও না পাইলে এয়ারফোর্সের লোকেরা আসল চোর।
৫। তাও না পাইলে, আর্মির ননকমিশন্ড লোক গুলা চোর।
আর শেষে তাও না পাইলে কোনো চুরি হয় নাই। কারন আর্মির অফিসার্রা চুরি করে না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০