বাংলাদেশের ফেসবুকার সেলিব্রেটির বেশিরভাগই নার্সিসিষ্ট। ভিন্ন ঘরানার সেলিব্রেটি হলেও লাইকের কাঙ্গালিপনায় এদের লেখায় অদ্ভুদ মিল। নাস্তিক, জঙ্গি, দেশপ্রেমিক, বামাতি যাই হোক না কেন লেখায় শুধু আমি আমি আর আমি।
নিজের ঢোল বাজানোতে ব্যাস্ত এইসব মানসিক রোগীরা দুনিয়ার সবচে অদ্ভুদ প্রাণী। সাধারণ ফ্রেন্ডের কারো পোস্ট বা ছবিতে এদের লাইক দেয়ার ঘটনা দুষ্প্রাপ্য। তবে আন্দাজ করা যায় এরা সারাদিন ফেসবুকে কাটায় এবং দুই মিনিট পর পর এসে লাইক গোনে।
কিছু স্যাম্পল মিলিয়ে দেখুনঃ
- আজ সকালে অফিসে যাবার সময় অমুক অপরাধের প্রতিবাদ করলাম (দেখ আমি দেশপ্রেমিক)
- গতকাল অমুককে উৎসাহিত করলাম (আমি সিনিয়ার)
- ফজরের নামাজ পরে হাঁটতে বেরিয়ে দেখি… (পাক্কা নামাজি)
- এক সময় আমার বাবা কোকাকোলা কিনে দিতে পারত না। (আমার বাবা সৎ)
- এখন আমি কোকাকোলার গাড়ি শুদ্ধ কিনে নিতে পারি। (এখন আমি ভাল টাকার মালিক)
- ম্যাটার এন্টম্যাটার সিমেট্রি নিয়ে আইনস্টাইনের একটা আরটিক্যাল পরছিলাম। (দেখ ব্যাটা আমি ফিজিক্সের দাদা!)
- ব্যাস্ততার কারণে এলিয়টের ওয়েস্ট ল্যান্ড পড়ার সময়ই পাচ্ছি না। (আমি শিক্ষিত)
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৮