অনেক দিন আগে এক দুপুরে রাস্তার পাশে দাড়িয়ে আছি। সামনে একটা রিক্সা এসে থামলো। ঝগড়া শুনে তাকিয়ে দেখি রিক্সায় উনিশ-বিশ বছরের এক ছেলে আর একজন বয়স্ক মহিলা (সম্ভবত ছেলেটির মা)। ছেলেটা মায়ের কাছে কিছু চাইছে, আর তার মা সেটা দিতে চাইছে না। খানিক তর্কের পরে ছেলেটা চিৎকার করে মহিলাকে বললো, 'তুমি দিবা নাকি এই রিক্সাওয়ালারে থাপরাবো'!
শুনে আমি চমকে উঠলাম। বলে কি এই ছেলে! মায়ের সাথে ঝগড়া, আর পেটাবে নাকি রিক্সাওয়ালাকে! ঝগড়ার এই পর্যায়ে মা হার মানলেন। দাবি মেনে নেয়ায় ঝগড়ার সমাপ্তি হল এবং রিক্সাওয়ালা চোখে-মুখে স্বস্থি নিয়ে আবার চালানো শুরু করলো।
বাংদেশের বর্তমান প্রেক্ষাপট আমার কাছে কিছুটা একই রকম। সরকার দাবি না মানায় বিএনপি আমাদের ধরে ধরে পেটাচ্ছে, পুড়িয়ে মারছে। পার্থক্য টুকু হলো, যেহেতু আওয়ামীলিগ সরকার আমাদের অভিভাবক না, তারা দাবি মেনে নিচ্ছে না। বরং বলছে, 'মারলে মার, আমার কি'।