ব্লগে কি লিখবো বুঝি না। কিচ্ছু করার নাই। বউ বিদেশ। আমি লেখক মানুষ না। কিনতু লিখতে চাই। আগে ব্লগে সাধারনত পুরান কথা গুলা লিখতাম। বিয়ার পর তা বদ্দ। এখন পুরানা প্রেমিকার গল্প লিকলে বউ ফুন কৈরা ঝাড়বে।
এই কদিন আগে এক্টা প্যারা প্রেমের কবিতা দিলাম। এক সপ্তা পর বউ এসে বল্লো এইটা কারে নিয়া লিখছো? সুমিরে না ঝুমি রে নিয়া? নাকি রুমীরে নিয়া? আমি বল্লাম যে আমিতো এম্নি এম্নি লিখছি। বউ মানে না। দুদিন লাগলো সেই ঝামেলা মিটাতে।
তাহলে এখন কি লিখব! পুরান দিনের প্রেমের কিছু সিচুয়েশান লিখি যেগুলা গল্প হবে না। ইদানিং কালের প্রেম সহজ যন্ত্র নির্ভর। সেলফোন-ফেইসবুক-স্কাইপ বেইজড। কথা বলতে ইচ্ছা করলেই ফোন! দেখতে ইচ্ছা করলে স্কাইপ। আর অনলাইনে না থাকলে ফেসবুকে দুটো ছবি দেখে নিন। কিনতু আগের দিন গুলোতে?
ধরুন ১৯৮০ থেকে ২০০০ এর মাঝে যে কোনও বছর আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন। যেভাবেই কলেজে পড়া এক মেয়ের মন বাগালেন। ডেইলি প্রেমিকার কলেজে যাবার বা আসার সময় রাস্তায় দাড়িয়ে থাকবেন। মাঝে মাঝে হাই হ্যালো বলবেন। মাঝে মাঝে কলেজের ব্রেকে দাড়িয়ে দাড়িয়া ২০/২৫ মিনিট কথা হবে। আপনি খুব সাহসী হলে হয়তো মাসে দু একবার গার্ডেনে ঘুরতে যাবেন। কিনতু তার পর কি?
ধরুন মেয়েটি তিন দিন ধরে কলেজে যায় না। কিংবা একমাস দেখা নেই। কি করবেন? ফোন করবেন বা এস.এম.এস? কিনতু তখন তো মোবাইল নেই। মেয়ের বাসায় টিএন্ডটি থাকলেও ফোন ধরবে তার বাবা। হ্যা পাঠক কিছুই করার নেই।
ধরুন কোনো এক বুধবার মেয়েটি আপনার ইউনিভারসিটির কাছের একটা ফার্স্টফুডের দোকানে আসলো। ৩০ মিনিট আলাপ শেষে ঠিক হলো সামনের শনিবার ৯:৩০ এ আপনারা আবার দেখা করবেন (অবশ্যই সময় বেধে দিতে হবে)। তো পরের শনিবার আপনি পৌছুতে
পৌছুতে ১০:০০ টা বাজালেন এবং গিয়ে দেখলেন যথারীতি মেয়েটি সেখানে নেই। ঘন্টা খানেক ওয়েট করলেন। তার পরও উনার দেখা নেই। এখন কি করবেন? চলে যাবেন? কিনতু সে যদি এসেই পরে? সো, এখানে বিকাল ৪:০০ পর্যন্ত সময় দিতে হবে।
এখন ধরুন আপনার কপাল আরও ভালো। কারন মেয়েটির কলেজ বন্ধ এবং তার বাসার সামনে আপনার এক্সেস নেই। তাহলে কি হবে? উপায় আছে। মেয়েটি কিভাবে চিনতা করে তা ভাবুন। সেও নিশ্চই আপনার মতই ভাবছে। আপনি ভেবে বের করলেন যে, মেয়েটি এসেছিল বুধবার। তাই সামনের বুধবার ও শনিবার আপনি ফার্স্টফুডের দোকানে থাকবেন। একা ওয়েট করা কষ্টকর। তাই সাথে নিলেন বন্ধু মোটা মোতাহার কে। এই সপ্তাহে না এলে পরের সপ্তা।
সবুরে মেউয়া ফলে। কপাল ভালো থাকলে এসে পড়বে বস। বোনাস হিসাবে সাথে এক্টা বান্ধবীও থাকবে মোতাহারের জন্য।
যেহেতু আপনি/আপনারা এখনকার দিনে থেকেও আমার সাথে এতক্ষন ধরে ১৯৯০ এর প্রেম করছেন, সেহেতু আপনাদের জন্য স্যাভেজ গারডেনের এই মিউজিক ভিডিওটা উৎসর্গ করলাম।