কন্যা রাশির কন্যা যখন তার জীবনের একটি বিশেষ ক্ষণে এসেছে ধরায়, সে দিনটি আজ। সেই কন্যা সরলতা। বন্ধুর প্রতি ভালবাসা ও হৃদয়ের আকুলতা দেখে সেই নবীন ব্লগারের লেখাটি অসম্ভব ভালো লাগা নিয়ে প্রিয়তে নিই। নিজেও তখন ব্লগে লিখছি সবেমাত্র। আমার বন্ধুর জন্য নিজে কখনো গুছিয়ে এরকম লিখতে পারবো, মনে হয় না।
তার জন্মদিনে অনেক অনেক শুভকামনা।
''আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে '' তার হৃদয়ে বাজে সযত্নে।
রাশিফল বলছে, রাজনৈতিক বিষয়াবলীর জন্য আজকের দিনটি শুভ।
ভাঙ্গা প্রেম জোড়া লাগার জন্য দিনটি শুভ।
জন্মদিনে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার অনেক প্রিয় ব্লগার সরলতা।
ভালো থাকা হোক সব সময়।
জন্মদিনের এই গানটি আমার নিজের অনেক প্রিয়।
আজি হতে শতবর্ষ পরেও এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাক।
শুভ জন্মদিন

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯